Advertisement
Us Bangla Airlines
অতিরিক্ত সুবিধা পাচ্ছে ভারত, তবুও রেগে গেলেন গম্ভীর!

অতিরিক্ত সুবিধা পাচ্ছে ভারত, তবুও রেগে গেলেন গম্ভীর!

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৫, ১৫:০৮

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় শুরু থেকেই নানান অজুহাতের গল্প শুনিয়েছিল ভারত। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান দৃঢ় করেই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তারা। ভারত পাকিস্তানে তো খেলতে যায়-ই নি, বরং আইসিসি থেকে নিজেদের জন্য সব সুবিধা বাগিয়ে নিয়েছে। রোহিত শর্মাদের অন্যায্য সুবিধা দেওয়ায় ক্রিকেট পাড়ায় সমালোচনার আসর বসেছে।

ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রেসি ফন ডার ডুসেনও। এমনকি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসও ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়ায় ছেড়ে কথা বলেননি। এবার একই প্রশ্ন ওঠেছে ভারতের কোচ গৌতম গম্ভীরের সামনে।

কথা রাখেননি রোহিত শর্মা, অভিযোগ সতীর্থের

সংবাদ সম্মেলনে ভারতকে সুবিধা দেওয়া প্রসঙ্গে উত্তর দিতে গিয়েই গম্ভীর বরং মেজাজ হারিয়েছেন। তিনি দাবি করছেন ভারত এখানে কোনো বাড়তি সুবিধা পায়নি। গম্ভীর বলেন, ‘প্রথমত, এই ভেন্যু আমাদের জন্য যতটা নিরপেক্ষ, অন্য যেকোনো দলের জন্যও ততটাই নিরপেক্ষ। আমরা এখানে (খুব বেশি) খেলিনি। শেষ কবে এখানে খেলেছি, তা আমার মনে নেই। আসলে, আমরা এমন কোনো পরিকল্পনাই করিনি।’

দুবাইয়ের মাঠে কাছাকাছি সময় ভারত ম্যাচ না খেললেও চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ একই ভেন্যুতে খেলছে তারা। তাতে পিচের ধরণ এবং আচরণ তাদের কাছে বেশ পরিষ্কার। পাশাপাশি নিয়মিত একই ভেন্যুতে খেলায় তাদের ভ্রমণ ক্লান্তি পোহাতে হয়নি। ফলে সব মিলিয়ে বাকি দলগুলোর তুলনায় অতিরিক্ত সুবিধা পাচ্ছে গম্ভীরের শিষ্যরা।

দিবালোকের মতো প্রকাশ্য এমন সুবিধাকে মুখের ওপর প্রত্যাখান করেছেন গম্ভীর। তিনি বলেন, ‘অতিরিক্ত সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কীসের অতিরিক্ত সুবিধা? আমরা এখানে একদিনও অনুশীলন করিনি। আমরা আইসিসি একাডেমিতে অনুশীলন করছি। ওখানকার কন্ডিশন আর এখানকার কন্ডিশন ১৮০ ডিগ্রি আলাদা।’ 

সমালোচকদের সমালোচনা করে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, ‘কিছু মানুষ সব সময় অভিযোগ করতেই ভালোবাসে। আসলে তাদের উচিত বড় হওয়া। তাই, আমি মনে করি না যে আমাদের কোনো অতিরিক্ত সুবিধা ছিল।’

টুর্নামেন্টের প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের ফাইনালে ওঠেছে ভারত। তাতে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচটিও দুবাইয়েই অনুষ্ঠিত হবে। তবে ভারতের সঙ্গী যারা হবে, তাদের ফের পোহাতে হবে ভ্রমণ ঝক্কি। যেখানে পুরো টুর্নামেন্টে ভারতকে একবারও ভ্রমণ ক্লান্তিতে পড়তে হয়নি।

এমআই