
ভারতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন প্যাট কামিন্স
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৮
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও সব ম্যাচ সেখানে অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তার অজুহাত দেখিয়ে নিজেদের ম্যাচ দুবাইয়ে খেলার ব্যবস্থা করে নিয়েছে ভারত। তাতে গ্রুপ ‘এ’-তে অবস্থান করা বাকি তিন দলকে আরব আমিরাত এবং দুবাইতে বারবার সফর করতে হবে। এছাড়া অন্যান্য দলকেও পাল্টাতে হচ্ছে ভেন্যু। কিন্তু একই স্টেডিয়ামে নিজেদের সব ম্যাচ খেলছে ভারত।
বিসিসিআইয়ের এমন অন্যায্য আবদারে চটেছেন অস্ট্রেলিয়ার দলপতি প্যাট কামিন্স। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না পারলেও ভারতের এমন সুবিধা মানতে পারছেন না তিনি। তার মতে, ভারতকে টুর্নামেন্টে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
কামিন্স বলেন, ‘প্রতিযোগিতাটা হচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তবে নিঃসন্দেহে ভারত বিরাট একটা সুবিধা পাচ্ছে। সব ম্যাচ ওরা একই মাঠে খেলছে। এমনিতেই ভারতকে দেখে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। পাশাপাশি একই মাঠে সব ম্যাচ খেলায় আলাদা করে সুবিধাও পেয়ে যাচ্ছে।’
কামিন্সের মতো ভারতের সুবিধা নিয়ে প্রতিবাদ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন অ্যাগনিউ। তিনি বলেন, ‘যেভাবে ভারতের সঙ্গে ব্যবহার করা হচ্ছে তাতে বেশ অস্বস্তি লাগছে। এটা ভুল। আপনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নামলে নিজের পছন্দ মতো মাঠ বেছে নিতে পারেন না। জানিনা, আর কত দিন এ রকম চলবে। আমার গোটা বিষয়টাই হাস্যকর লাগছে।’
তিনি আরও বলেন, ‘এত বছর পর একটা দেশ নিজেদের মাঠে প্রতিযোগিতা আয়োজন করছে। আপনি কী ভাবে আশা করতে পারেন তারা অন্য একটা দেশে গিয়ে ভারতের বিপক্ষে খেলবে। এটা একদম ঠিক নয়।’
এমআই