Advertisement
Us Bangla Airlines
পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ ছাড়লেন তাসকিনদের বিদেশি সতীর্থ

পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ ছাড়লেন তাসকিনদের বিদেশি সতীর্থ

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

রান বন্যার বিপিএলে আলো কেড়েছে পারিশ্রমিক ইস্যু। ক্রিকেটারদের চুক্তির টাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের এতটা ঝামেলা আগে কখনো দেখা যায়নি। এর মধ্যে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ঝামেলা সবচেয়ে বেশি সমালোচনা কুড়িয়েছে। চুক্তির অর্থ না পাওয়ায় দলটির ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছিল। কিন্তু পারিশ্রমিক নিয়ে এখন পর্যন্ত সুখবর পাওয়া যায়নি।

চলতি বিপিএলে রাজশাহীর হয়ে খেলতে এসেছিলেন লঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন। বিপিএলে উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে তাসকিনদের সাথে খেলেছিলেন এই ক্রিকেটার। সেখানে চার ওভার বল করে ৬৪ রান বিলিয়েছেন তিনি। এমন খরুচে বোলারকে আর কোনো ম্যাচে খেলায়নি রাজশাহী। এমনকি তাকে কোনো পারিশ্রমিকও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

তাসকিনদের হোটেল ছাড়ার অনুরোধ করল রাজশাহী

রাজশাহী থেকে টাকা না পাওয়ায় গত ২১ জানুয়ারি বিসিবির কাছে অভিযোগ করেন সামারাকুন। কিন্তু তাতেও কোনো সমাধানের দেখা পাননি। শেষমেশ শূন্য পকেটে বাংলাদেশে ছেড়েছেন ২৭ বছর বয়সী এই লঙ্কান অলরাউন্ডার। বাংলাদেশ ত্যাগের আগে সামারাকুন বলেছেন, ‘তারা (রাজশাহী কর্তৃপক্ষ) আমাকে কিছুই দেয়নি (পারিশ্রমিক হিসেবে), একেবারে শূন্য।’

এর আগে পারিশ্রমিক ইস্যুতে দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন লাহিরু সামারাকুন। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি আমাকে এখনও একটি টাকাও দেয়নি। আমি প্রতিদিন তাদেরকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি। কিন্তু তারা বলে যে, তারা আগামীকাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দিয়ে দেবে। সেই "কাল" আর কখনোই আসে না।’

‘দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি’

শুধু পারিশ্রমিকের টাকা নয়, গত ১৫ জানুয়ারির পর থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ দৈনিক ভাতাও লঙ্কান অলরাউন্ডারকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার খালি হাতে বাংলাদেশ ছেড়েছেন সামারাকুন। 

এমআই