Advertisement
Us Bangla Airlines
তাসকিনদের হোটেল ছাড়ার অনুরোধ করল রাজশাহী

তাসকিনদের হোটেল ছাড়ার অনুরোধ করল রাজশাহী

খেলা ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

বিপিএলের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে দুর্বার রাজশাহী। বর্তমানে দলটি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। যদিও প্লে-অফের অবস্থান এখনো নিশ্চিত হয়নি তাসকিনদের। তবে সেরা চারে খেলার এখনো ভালো সম্ভাবনা রয়েছে বিতর্কিত রাজশাহীর। ফলে প্লে-অফের আগে হোটেলে সময় কাটাতে হবে তাসকিন-বিজয়দের।

পারিশ্রমিক ইস্যুতে চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর আর্থিক সংকট লক্ষ্যনীয়। এখন পর্যন্ত খেলোয়াড়দের পাওনাদি পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। সংকটের এমন দুরাবস্থার মাঝে ক্রিকেটারদের হোটেলে রেখে বাড়তি খরচ করতে চাইছে না রাজশাহী। ফলে ঢাকায় থাকা ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে রাজশাহী কর্তৃপক্ষ।

ক্রিকেটারদের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘কিছু ক্রিকেটারের অনুরোধের পরে, দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনও দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’

এর আগে ঢাকার দ্বিতীয় পর্বের ম্যাচের দিন আচমকা হোটেল বদল করেছিল রাজশাহী। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা। শোনা যাচ্ছিল, বিল বকেয়া থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

এমআই