Advertisement
Us Bangla Airlines
‘দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি’

‘দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি’

খেলা ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৫, ১৫:০৮

নতুনত্বের স্লোগান নিয়ে শুরু হয়েছিল বিপিএলের একাদশ আসর। কিন্তু সেখানে যেন লজ্জার মৌসুম উপহার দিল বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা। এদের মধ্যে দুর্বার রাজশাহী পেমেন্ট ইস্যুতে সবচেয়ে বেশি বিতর্ক ছড়িয়েছে। চুক্তির টাকা না পাওয়ায় গতকাল রংপুরের বিপক্ষে খেলতেই আসেনি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তাতে বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নেমেছে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম। 

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি দলের ২ জন করে অন্তত বিদেশি খেলোয়াড় থাকতেই হবে। কিন্তু পেমেন্ট ইস্যুতে রংপুর রাইডার্সের ম্যাচ বর্জন করে রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। শেষে বিসিবির বিশেষ বিবেচনায় মাঠে নামে তারা। অন্যদিকে বিসিবির পক্ষ থেকে ম্যাচ শুরুর আগে হোটেলে গাড়ি পাঠানো হলেও সেটা ম্যাচের চিত্র বদলায়নি। তবে এমন নাটকীয়তার ম্যাচে শেষ হাসি হেসেছে তাসকিনদের দল

বিপিএলে ইতিহাস গড়তে তাসকিনের প্রয়োজন ৪ বল!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা প্লেয়াররা। শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে। কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা স্থানীয় প্লেয়াররাই ছিলাম।’ 

তাসকিন দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ম্যাচের দিন... আমি যতটুকু শুনেছি আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে। পরে ওয়েস্টিনে ছিল। ...ওয়েস্টিনে সব রুম বুক হয়ে গেছে। পরে আমরা হোটেল পরিবর্তন করেছি। পরিবর্তনের পর ২ ঘণ্টা আগে জানি যে বিদেশি কেউ যাবে না। তখন বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো। অন্তত খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করা হয়েছিল বোর্ড থেকে। পেমেন্ট ব্যাপার না। এটা হয়ে যাবে। তাও তারা আসেনি।’

হঠাৎ অধিনায়ক পরিবর্তন করলো দুর্বার রাজশাহী!

ম্যাচ সম্পর্কে রাজশাহী অধিনায়কের মন্তব্য, ‘শুরুতে সবাই একটু হতাশ ছিল। আমরাও ছিলাম। যখন ১২০ রান হয়েছে এবং আমরা ব্যাটিং করে দেখলাম এতো সহজ না আজকের উইকেটটা। হয়তো ১৫-২০ রান কম ছিল কিন্তু টিম এফোর্ট এবং দলের সবার চেষ্টার ফল আমরা শেষে পেয়েছি।’

এমআই