Advertisement
Us Bangla Airlines
তাসকিনকে দলে ভেড়াতে চায় দুই দল

তাসকিনকে দলে ভেড়াতে চায় দুই দল

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম দিয়েছে ২৯ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে তাসকিন আহমেদ আছেন প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে। তাসকিন ছাড়াও এ ক্যাটাগরিতে আছেন আরও ৭ বাংলাদেশি। আগামী ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে ড্রাফট হওয়ার আগেই তাসকিনকে দলে ভেড়াতে চায় পাকিস্তান সুপার লিগের দুই দল।

বিপিএলে দুর্বার রাজশাহীর কোচ ও সাবেক পাকিস্তান ব্যাটসম্যান ইজাজ আহমেদ তাসকিনকে দলে নিতে লাহোর কালান্দার্সের কাছে সুপারিশ করেছেন। কালান্দার্সও টাইগার ফাস্ট বোলারকে দলে পেতে আগ্রহী। রাজশাহীর হয়েই খেলতে আসা পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিস বলেছেন, তাসকিনকে নিতে দারুণ আগ্রহী পেশাওয়ার জালমিও।

দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে দুর্বার রাজশাহীর হেড কোচের দেওয়া এ সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা গেছে। বিপিএলে এবার দুর্বার রাজশাহীর হয়ে আগুনঝরা বোলিং করায় ড্রাফটের আগে এমন সুখবর পেলেন তাসকিন। 

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ কবে, কোথায়

রাজশাহীর কোচ জানান, তাসকিনকে আগাম সুখবর দিয়ে রেখেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি টিমের কাছে তাসকিনের কথা জানিয়েছেন নিশ্চিত করে তিনি বলেন, ‘লাহোর কালান্দার্সের কাছে আমি সুপারিশ করেছি ওকে দলে নিতে। অবশ্যই সে এবার পিএসএল খেলবে। তারা (কালান্দার্স) এই বিপিএলে নজর রাখছে, তাকে মনে ধরেছে তাদের। আশা করি সে সেখানে যাবে, আরও অভিজ্ঞতা হবে ওর এবং সেখানে ওর সঙ্গে আরও কাজ করার সুযোগ পাব।’

ইজাজ আহমেদ বলেন, ‘তাসকিন জেনুইন ফাস্ট বোলার। স্ট্রাইক বোলার। এই ধরনের বোলারদের সবসময় উইকেট শিকারের জন্য ব্যবহার করা উচিত। যখন কোনো দলের জুটি গড়ে ওঠে, তখন জুটি ভাঙায় ওকে ব্যবহার করা যায়। এবারও আমাদের সব ম্যাচেই সে শুরুতে উইকেট এনে দিয়েছে। প্রতিপক্ষকে চাপে ফেলেছে। খুব ভালো বোলিং করছে সে। আশা করি, সে ধারাবাহিকভাবে বাংলাদেশের বিপক্ষে ভালো করবে।’

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন আহমেদ। রাজশাহীর হয়ে চার ম্যাচ খেলা এ ফাস্ট বোলার ইতোমধ্যে তুলেছেন ১২ উইকেট। এর মধ্যে এক ম্যাচে নিয়েছেন ১৯ রানে ৭ উইকেট, স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসের যা তৃতীয় সেরা বোলিং। উইকেট তোলার পাশাপাশি বেশ কিপটেও ছিলেন এ বোলার। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬ রান।

বিপিএলসেরা, টি-টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট তাসকিনের

তাসকিনের বোলিং নৈপুন্যে মুগ্ধ রাজশাহীর হয়ে খেলতে আসা পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হারিস। তিনিও তাসকিনকে পেশাওয়ার জালমি দলে ভেড়ানোর কথা জানিয়েছেন। পেশাওয়ারের আগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাসকিন বলেন, ‘পাকিস্তানের হারিস আমাকে বলেছে, পেশাওয়ার জালমিও আমাকে দলে নিতে চায়। পেশাওয়ার, কালান্দার্স দুটিই ভালো ফ্র্যাঞ্চাইজি। যে দলই হোক, খেলতে পারলেই হলো। দেখা যাক, ১৩ তারিখে কী হয়।’

এমআই