Advertisement
Us Bangla Airlines
হেলসের ওপর কেন চটেছিলেন তামিম

হেলসের ওপর কেন চটেছিলেন তামিম

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪

ম্যাচ জিততে শেষ ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ২৬ রান। এমন কঠিন সমীকরণে যে কেউই বরিশালের পক্ষে বাজি ধরবে। কিন্তু কঠিন কাজটাকেই যেন সহজ করে ফেললেন নুরুল হাসান সোহান। বরিশালের বোলার কাইল মায়ার্সকে ৩ ছক্কা আর ৩ চার মেরে ৩০ রান তুলেছেন এ ব্যাটার। জিততে চলা ম্যাচটি হেরে বিষণ্ণ ছিল বরিশালের ডাগ আউট। ম্যাচ শেষেও মায়ার্সের সাথে উত্তেজিত অবস্থায় দেখা গেছে তামিম-রিয়াদদের।

তামিমের উত্তেজনার পারদে যেন ঘি ঢেলেছেন রংপুরের ওপেনার অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় মেজাজ হারিয়ে হেলসের সঙ্গে তর্কে জড়ান তামিম। তাৎক্ষণিকভাবে সাবেক এই বাংলাদেশি অধিনায়ক কী কারণে বিবাদে জড়িয়েছেন সেটি জানা যায়নি। পরে ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের সুবাদে সেটি খোলাসা হয়েছে।

বাংলাদেশ ছাড়ার আগে বেসরকারি এক টিভি চ্যানেলে এ ঘটনা নিয়ে মন্তব্য করেছেন হেলস। এমনকি ঘটনাটিকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়ে তামিম থেকে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এ ইংলিশ ওপেনার।

অ্যালেক্স হেলস বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– “আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।” অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

‘বাংলাদেশে খেলতে ভীষণ উপভোগ করি’

হেলস নিজেকে নির্দোষ দাবি করলেও ঘটনার পেছনে রয়েছে রহস্য। জানা যায়, ম্যাচ শেষে হাত মেলাতে গেলে তামিমকে উদ্দেশ করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন। তামিমের সেটা ভালো না লাগাই স্বাভাবিক। হেলসকে তিনি বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

এর আগে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের ভাই নাফিস ইকবালের সামনে ওই ইস্যু নিয়ে জানতে চাওয়া হয়। এ সময় নাফিস বলেন, ‘নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যে কারণে সে রিয়েক্ট করেছে। তেমন গুরুতর কিছু না। ম্যাচ হারলে এরকম ইমোশন থাকে।’

তামিম-হেলসের এমন আচরণে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ তামিমকে ধুয়ে দিচ্ছেন, কেউ আবার দোষ দেখছেন হেলসের। তবে গত আসরের বিপিএলে তামিম-সাকিব দ্বন্দ্বে বরিশাল-রংপুর ম্যাচে এল ক্ল্যাসিকোর ঝাঁঝ চলতি আসরেও অব্যাহত ছিল।

এমআই