Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলে ফিরতে আরও সময় চান তামিম

জাতীয় দলে ফিরতে আরও সময় চান তামিম

খেলা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৫, ২১:২৬

আফগানিস্তান সিরিজের মাঝে হুট করে জাতীয় দল থেকে নেওয়া তামিমের অবসর। এরপর নানা নাটকীয়তা শেষে অবসর ভেঙে আবার দলে ফেরা। মাঝে তিন সংস্করণে সাকিবের অধিনায়কত্ব পাওয়া। সবশেষ তামিম-সাকিব দ্বন্দ্বে বিশ্বকাপের সেরা একাদশে দেশসেরা ওপেনারের জায়গা না পাওয়া। সবমিলিয়ে তামিমের ক্রিকেটীয় ক্যারিয়ারের শেষটা যেন ২০২৩ সালেই দেখে ফেলেছিল ক্রিকেট ভক্তরা।

বিশ্বকাপে সেবার বড় আশা নিয়ে যাওয়া বাংলাদেশ, একরাশ ভরাডুবি নিয়ে ফিরেছে। এর মাঝে দলের নেতৃত্ব ছেড়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের হয়ে যোগ দিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হওয়া সাকিবের রাজত্ব অবশ্য বেশিদিন টিকেনি। অর্ধবছরের ব্যবধানে সাকিবের দল ক্ষমতাচ্যুত হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দলটির নেতাকর্মীরা। বাকি নেতাদের মতো সাকিবও আসতে পারেননি দেশে।

বিপিএল সূচি: ঢাকার প্রথম পর্বে কার খেলা কবে

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতেও এসেছে পরিবর্তন। নাজমুল হোসেন পাপনের রাজত্বে জায়গা নিয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নিয়েই সামনে এনেছেন তামিম প্রসঙ্গ। বাঁহাতি ওপেনারকে দলে ফেরার অনুরোধের পাশাপাশি পরিচালক পদেও আসার আহ্বান জানিয়েছেন তিনি। এরপর জোরালো হয় তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জন।

সম্প্রতি গুঞ্জনকে যেন আরও উসকে দিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির জন্য অ্যাভেইলেবল আছেন তামিম-সাকিব। এরপর শুরু হয় তামিমের লাল-সবুজ জার্সিতে ফেরার তোড়জোড়। বিষয়টি চূড়ান্ত করতে আজ (৮ জানুয়ারি) সিলেটে তামিমের সাথে বসেছেন জাতীয় দলের তিন নির্বাচক। তবে বিসিবিকে আরেকটু অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল।

বোলারদের সুযোগ তৈরিতে বড় সীমানার দাবি তামিমের

বাঁহাতি এই ওপেনারের সাথে বৈঠক শেষে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন, ‘আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট (চ্যাম্পিয়নস ট্রফি) আছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

বিপিএলে কনসার্ট ছাড়া নতুন কিছু দেখিনি : তামিম ইকবাল

পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসর। তাতে ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল আইসিসিতে পাঠাতে হবে। স্বল্প সময়ের মধ্যে অবশ্য দলটা চূড়ান্ত করতে চায় বিসিবি। মূলত এ কারণেই তামিমের মতামত জানতে চেয়েছে নির্বাচক কমিটি। তবে তামিমও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কিছুদিন সময় চেয়েছেন। বিসিবিও তামিমকে আরও সময় দিতে প্রস্তুত।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের যেহেতু ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে, সে সময় নিয়ে সিদ্ধান্ত নিতেই পারে। তাড়াহুড়োর কিছু নেই।’ 

এমআই