Advertisement
Us Bangla Airlines
নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কান স্পিনারের মেইডেন হ্যাটট্রিক!

নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কান স্পিনারের মেইডেন হ্যাটট্রিক!

খেলা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৫, ১৭:০১

আসিথা ফারনান্দোর প্রথম বলেই ১০২ মিটারের ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। পরের বলেও বাউন্ডারি মেরেছেন এ অলরাউন্ডার। এক বল বিরতি দিয়ে আবারও বলকে করেছেন সীমানা ছাড়া। এমন আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের ৩৪ ওভার শেষে কিউইদের রান ছিল ২৪০। ওভার প্রতি ৭.০৫ গড়ে রান তোলা নিউজিল্যান্ড অনায়াসে ৩০০ রানের মাইলফলক ছাড়াবে এটা অনুমিতই ছিল। কিন্তু অনুমানের মাঝে বাধ সাঁধলেন লঙ্কানদের রহস্যময় স্পিনার মহেশ থিকসানা।

ম্যাচের ৩৫তম ওভারের শেষ দুই বলে ব্যাটারকে বোকা বানিয়ে পরপর দুই উইকেট তুলে নিয়েছেন এ বোলার। তাতে জেগেছে হ্যাটট্রিকের সম্ভাবনা। ৩৭ ওভারের প্রথম বলে স্ট্রাইক প্রান্তে কিউই ব্যাটার ম্যাট হেনরি। বোলিং প্রান্তে দাঁড়িয়ে রহস্যময় স্পিনার থিকসানা। টানটান উত্তেজনার এমন সমীকরণে প্রথম বলেই ছুঁড়েছেন তার ট্রেডমার্ক ক্যারাম বল। 

হ্যাটট্রিক বলটিকে তেড়েফুঁড়ে মারতে এসেছেন কিউই ব্যাটার ম্যাট হেনরি। কিন্তু ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি তিনি। বাজে শটে বাউন্ডারি লাইনে ধরা পড়েছেন এ ব্যাটার। তাতে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পেলেন ২৪ বছর বয়সী মহেশ থিকসানা।

ওয়ানডে ক্রিকেটে থিকসানার প্রথম হ্যাটট্রিক হলেও লঙ্কানদের জার্সিতে এটা দশম মাইলফলক। এর আগে ২০১৮ সালে দিলশান মাদুশাঙ্কার হাতে ধরে সবশেষ হ্যাটট্রিক দেখেছিল শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তরা। মাশরাফি, রুবেল এবং রিয়াদকে আউট করে বাংলাদেশের বিপক্ষে সেবার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিল লঙ্কান পেসার। 

শ্রীলঙ্কার জার্সিতে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক অবশ্য লাসিথ মালিঙ্গা। সিলিংঙ্গা অ্যাকশনের এ বোলার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন ৩ বার। দুইবার হ্যাটট্রিক করেছেন লঙ্কান কিংবদন্তি বোলার চামিন্দা ভাস। এছাড়া পারভেজ মাহরুফ, থিসারা পেরারা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা লঙ্কানদের জার্সিতে একবার করে হ্যাটট্রিক করেছেন।

হ্যাটট্রিক নিয়ে বিশেষ ৩ তথ্য

১. ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাবেদ। ১৯ বছর ৮১ দিন বয়সে এ কীর্তি অর্জন করেন তিনি। 

২. ৫০ ওভারের ক্রিকেটে পরপর চার বলে চার উইকেট বা ডাবল হ্যাটট্রিক করেছেন মাত্র একজন বোলার। ২০০৭ সালে গায়ানায় দক্ষিন আফ্রিকার বিপক্ষে এ মাইলফলক অর্জন করেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।

৩. হ্যাটট্রিকসহ এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি আছে ৫ বোলারের। মালিঙ্গা ছাড়াও এ তালিকায় আছেন মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, চামিন্দা ভাস, আদিল রশিদ।

এমআই