Advertisement
Us Bangla Airlines
‘বিগ ব্যাশ হয়নি, ভাগ্যে ছিল না’

‘বিগ ব্যাশ হয়নি, ভাগ্যে ছিল না’

খেলা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। প্রায় প্রতিটি দলের বিপক্ষে উইকেট তুলেছেন এ বোলার। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের তোলা ২ উইকেটের দুটোই পেয়েছিলেন রিশাদ হোসেন। নিখুঁত বোলিং আর নজরকাড়া পারফরম্যান্সের জন্য রিশাদের ডাক মিলেছিল বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। কিন্তু বিপিএলের সূচি ব্যস্ততায় শেষ পর্যন্ত বিশ্বমানের এ টুর্নামেন্টে খেলতে পারেননি রিশাদ হোসেন।

বিগ ব্যাশে যেতে না পারা এ লেগস্পিনার বিপিএলের ঢাকা পর্বে একাদশে সুযোগ পাননি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ঝড়ের পরেই সিলেট পর্বে দলে জায়গা পেয়েছেন রিশাদ। তাতে ফরচুন বরিশালের হয়ে ৪ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন মাত্র ২টি। গতকাল ৩ উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে বিগ ব্যাশ ও বিপিএল প্রসঙ্গে কথা বলেছেন দেশসেরা লেগ স্পিনার।

রিশাদ কেন একাদশের বাইরে, ব্যাখ্যা দিলো তামিমের বরিশাল

বিগ ব্যাশে যেতে না পারায় রিশাদের আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যা হচ্ছে সেটা নিয়েই কাজ করতে চাই, বিগ ব্যাশ হয়নি, ভাগ্যে ছিল না। পরে হবে, ইনশা আল্লাহ।’

বিপিএলের কারণে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতে যেতে পারেননি রিশাদ। কিন্তু সেই বিপিএলের শুরুর ম্যাচে একাদশে জায়গা হয়নি দেশসেরা এ লেগ স্পিনারের। শুধু লেগ স্পিনার নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে রিশাদকে দেশসেরা বোলারও বলা যেতে পারে। ২০২৪ সালের পারফরম্যান্স বিশ্লেষণ করলে তার প্রমাণ পাওয়া যাবে। গত বছরে ৩৫ উইকেট নিয়েছেন রিশাদ, যা আবার এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সর্বোচ্চ।

ভরসার প্রতীক রিশাদের রেকর্ড গড়া বছর

এমন পরিসংখ্যান নিয়েও বিপিএলে রিশাদের শুরুটা হয়েছে ডাগআউটে বসে থেকে। অবশ্য এ নিয়ে আক্ষেপ করছেন না দীর্ঘদেহী এ স্পিনার। তিনি বলেন, ‘টিমের সমন্বয়ের জন্য বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি টিমের জন্য যা দরকার তাই হবে।’

টিম কম্বিনেশনের কারণে আবার কি বাদ পড়তে পারেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিদিন চিন্তা থাকে খেলার জন্য। দলের কম্বিনেশনের কারণে না খেলালে, সেটা তো আমার হাতে না। নিজে প্রস্তুতি থাকি খেলার জন্য।’

এমআই