Advertisement
Us Bangla Airlines
এবার মোহামেডানকে হারিয়ে আবাহনীর উৎসব

এবার মোহামেডানকে হারিয়ে আবাহনীর উৎসব

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৫, ২২:২১

মাসখানেক আগে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীকে ১-০ ব্যবধানে হারিয়েছিল মোহামেডান। বিদেশি ফুটবলারবিহীন আবাহনীর সেই ম্যাচে পার্থক্যটা গড়ে দিয়েছেন মোহামেডানের বিদেশি ফুটবলার সুলেমান দিয়াবাতে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি হেরে মাথা নিচু করে মাঠ ছেড়েছিল আবাহনীর ফুটবলাররা। এবার একই মাঠে ফেডারেশন কাপের ম্যাচে মোহামেডানকে সমান ব্যবধানে হারিয়ে উৎসব করেছে আবাহনী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহাম্মদ ইবরাহিম আবাহনীর জয়সূচক গোলটি করেন। মোহামেডানের বিপক্ষে এ জয়ে নকআউটের পথে আরও এগিয়ে গেল আকাশি নীল জার্সিধারীরা।

এদিকে আবাহনীর সাথে হেরে ফেডারেশন কাপে আরও নড়বড়ে উঠেছে মোহামেডানের অবস্থান। ফেডারেশন কাপের নকআউটে ওঠার বাঁচা-মরার ম্যাচে হেরে বসেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। গ্রুপের প্রথম ম্যাচেই রহমতগঞ্জের কাছে হারতে হয়েছে তাদের। এখন তাদের দৌড় নির্ভর করবে ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর। 

আবাহনীর জালে বল গলিয়ে মোহামেডানের উৎসব

এর আগে সম্প্রতি প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের সাথে হেরেছিল আবাহনী। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে যেন প্রতিশোধ তুলল ঢাকা আবাহনী। 

এদিন ঢাকা ডার্বি খ্যাত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে আক্রমণে আবাহনীই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৭৩ মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে আবাহনীর এক খেলোয়াড় বল বাড়ান ডানপ্রান্তে। বল নিয়ন্ত্রণে নিয়ে আবাহনীর উইঙ্গার ডি বক্সে মোহামেডানের তিন খেলোয়াড়ের মাঝে জায়গা খুঁজে নিয়ে ক্রস বাড়ান। প্রথম টাচেই বল জালে ঠেলে দেন ইবরাহিম।  

এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও আর গোলের দেখা মিলেনি।

এমআই