Advertisement
Us Bangla Airlines
মাশরাফিকে টপকে নতুন রেকর্ড গড়ল শেখ মেহেদি

মাশরাফিকে টপকে নতুন রেকর্ড গড়ল শেখ মেহেদি

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৫, ২০:১৩

রংপুর রাইডার্সের জয়ের লড়াই যেন থামছেই না। গ্লোবাল সুপার লিগের পর বিপিএলেও এখন পর্যন্ত অপরাজিত উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করা দলটি। চলতি বিপিএলে ৫ ম্যাচ খেলা রংপুর, জিতেছে সবকটি ম্যাচ। বড় বাজেটের দল ঢাকা ক্যাপিটালসের সাথে দ্বিতীয় দেখায় সহজ জয় পেয়েছে নুরুল হাসান সোহানেরা। শুধু সহজ জয় বললে ভুল হবে। বরং রংপুরকে আটকানোর মতো কোন রসদই ছিল না লিটনদের হাতে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে মাত্র ১১১ রানে আটকে দেয় রংপুরের বোলাররা। যা বিপিএলের চলতি আসরের সর্বনিম্ন স্কোর। ঢাকাকে অল্পতেই বেঁধে দেওয়ার কৃতিত্ব অবশ্য নাহিদ রানার। ৪ ওভারে মাত্র ২১ রান বিলিয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন এই স্পিড স্টার। শুধু নাহিদ নয়, রংপুরের হয়ে হাত ঘোরানো ৭ বোলারের ৬ জনই উইকেট সংগ্রহে ভাগ নিয়েছেন।

দলের সেরা স্পিনার শেখ মেহেদী হাসান নিয়েছেন ১ উইকেট। ঢাকার হয়ে খেলতে আসা ইংলিশ তারকা জেসন রয়কে স্ট্রেইটার ডেলিভারিতে বোল্ড করেন তিনি। রয়কে আউট করার মাধ্যমে নতুন রেকর্ড গড়েছেন শেখ মেহেদী। রংপুর রাইডার্সের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন এ অলরাউন্ডার।

নতুন রেকর্ড গড়তে মেহেদী টপকেছেন টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজাকে। রংপুরের হয়ে দুই মৌসুম নেতৃত্ব দেওয়ার মাশরাফির উইকেট সংখ্যা ৩৭। আজ মঙ্গলবার এক শিকারের মাধ্যমে এখন ৩৮ উইকেটের মালিক শেখ মেহেদী। রংপুরের হয়ে ৩৫ ইনিংস বল করে এসব উইকেট তুলেছেন তিনি। যেখানে ২০.১৮ গড়ের সাথে ইকোনমি ৭.২৫ এবং স্ট্রাইকরেট ১৬.৬৮।

মেহেদী-মাশরাফির পর রংপুরের হয়ে উইকেট শিকারের শীর্ষে আছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ২৪ ইনিংসে ৩৫ উইকেট তুলেছেন এ অলরাউন্ডার। সাকিবের পরে যথাক্রমে আছেন আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মাহমুদরা।

রংপুরের শীর্ষ উইকেট শিকারি বোলারদের তালিকা

বোলার ইনিংস উইকেট গড়
শেখ মেহেদী ৩৫ ৩৮ ২০.১৮
মাশরাফি মুর্তজা ২৮ ৩৭ ২০.৪৮
সাকিব আল হাসান ২৪ ৩৫ ১৬.১১
আরাফাত সানি ৩০ ৩৩ ১৯.৬০
রুবেল হোসেন ২৩ ৩০ ২৩.০০

এমআই