Advertisement
Us Bangla Airlines
খেলোয়াড় সংকটে মাঠে নামলেন কোচ, পেলেন উইকেট

খেলোয়াড় সংকটে মাঠে নামলেন কোচ, পেলেন উইকেট

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৫, ১৯:১৫

বিগ ব্যাশে ২০২৩ আসরে সেমিফাইনালে থেমেছিল সিডনি থান্ডার। ম্যাচ শেষে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছিলেন দলটির খেলোয়াড় ড্যানিয়েল ক্রিস্টিয়ান। অস্ট্রেলিয়ার এ খেলোয়াড়কে অবশ্য বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চেনার কথা। ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজে এ ব্যাটারের কাছে এক ওভারে ৫ ছক্কা হজম করেছেন সাকিব আল হাসান। সেই ম্যাচ না হারলে অস্ট্রেলিয়াকে কুড়ি ওভারের সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করতে পারতো বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার জার্সিতে বাংলাদেশের সাথেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছিল ক্রিস্টিয়ান। এরপর বিগব্যাশ থেকেও নিয়েছেন অবসর। এখন সিডনি থান্ডারের সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে গতকাল সোমবার (৬ জানুয়ারি) ব্রিসবেন হিটের বিপক্ষে খেলোয়াড় হিসেবেই মাঠে নেমেছিলেন থান্ডারের কোচ। এমনকি ব্যাট-বলেও রেখেছেন বড় অবদান।

অবসর ভেঙে ক্রিস্টিয়ানের হুট করে বাইশ গজে নামার কারণ আছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) পার্থ স্কর্চার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় সিডনি থান্ডারের দুই খেলোয়াড়ের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ক‍্যামেরন ব‍্যানক্রফট ও ড‍্যানিয়েল স‍্যামস। দলেই দুই খেলোয়াড়ের না থাকায় মূলত ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে অবসর ভেঙে মাঠে নামতে হয়েছিল। 

লম্বা বিরতির পর মাঠে নেমে খুব একটা খারাপ করেননি ৪১ বছর বয়সী এ অলরাউন্ডার। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৫ বলে অপরাজিত থাকেন ২৩ রানে। যেখানে ছিল একটি ৯২ মিটারের ছক্কা। শুধু ব্যাটিং নয়, বল হাতেও উজ্জ্বল ছিলেন ড্যান ক্রিস্টিয়ান। ৪ ওভার বোলিং করে ২৫ রানে নিয়েছেন একটি উইকেটও। যদিও সাবেক অজি ক্রিকেটারের অলরাউন্ডার পারফরম্যান্স ম্যাচ শেষে সিডনি থান্ডারকে জেতাতে পারেননি।

উল্লেখ্য, ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সিডনি থান্ডার। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ব্রিসবেন হিট। 

এমআই