Advertisement
Us Bangla Airlines
বিসিবি থেকে সুখবর পাচ্ছেন নাহিদ-জাকের

বিসিবি থেকে সুখবর পাচ্ছেন নাহিদ-জাকের

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন নাহিদ রানা এবং জাকের আলী। তবে এখনো অনিশ্চয়তায় সাকিব-রিয়াদের অবস্থান। দুজনেই ইতোমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। ওয়ানডে ক্রিকেটেও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাদের ভবিষ্যত দেখছে ক্রিকেট বিশ্লেষকেরা। তাতে এ দুই ক্রিকেটারকে নিয়ে এখনো ধোঁয়াশায় বিসিবি।

সাধারণত প্রতি বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি জানিয়ে থাকে বিসিবি। আগের বছরে ক্রিকেটারদের পারফর্ম্যান্সের মানদণ্ডের ভিত্তিতে এ চুক্তির তালিকা চূড়ান্ত করা হয়। বিসিবিও ২০২৫ সালের তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। চুক্তির জন্য ২০ জনের আশে পাশেই ক্রিকেটার থাকবে। বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্রে জানা যায়, ২০২৫ সালে চুক্তিতে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন স্পিড স্টার নাহিদ রানা। গেল বছর জুড়ে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করেছেন তিনি। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে যোগ দিচ্ছেন জাকের আলি অনিকও। ২০২৪ সালে ব্যাট হাতে দলকে ভরসা জুগিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। তবে চুক্তি থেকে বাদ পড়বেন নুরুল হাসান সোহান। জাতীয় দলের কোনো ফরম্যাটে খেলছেন না এ ক্রিকেটার।

সাদা পোশাকে খুব একটা ভালো না করলেও এ যাত্রা টিকে যাচ্ছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। কম্বিনেশনের জন্য দলে সুযোগ না পেলেও পেসার খালেদ আহমেদ এবং স্পিনার নাইম হাসানও থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। সাদমানকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়নি বিসিবি।

বিসিবির ২০২৫ সালের সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তি

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক।

এমআই