Advertisement
Us Bangla Airlines
বোলারদের সুযোগ তৈরিতে বড় সীমানার দাবি তামিমের

বোলারদের সুযোগ তৈরিতে বড় সীমানার দাবি তামিমের

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৯

পরিবর্তনের দেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এসেছে পরিবর্তন। বিপিএলের আগের আসরগুলোতে রান খরা নিয়ে বেশ সমালোচনা হলেও চলতি আসরের শুরু থেকেই রান বন্যা দেখছে ক্রিকেট ভক্তরা। ঢাকায় বরিশাল-রাজশাহীর উদ্বোধনী ম্যাচেই ২৯ ছক্কা হাঁকানোর সাক্ষী হয়েছে বিপিএল। যেখানে ১৯৭ করেও ম্যাচ হারতে হয়েছিল বিজয়-রাব্বিদের।

ঢাকার পর বিপিএল এখন আলো ছড়াচ্ছে সিলেটে। চা বাগানের দেশে গিয়েই এক ম্যাচে রেকর্ড ৩১ ছক্কা হাঁকিয়েছে রাজশাহী-রংপুরের খেলোয়াড়েরা। হুট করে এত ছয় হাঁকানো, বোলারদের বেদড়ক মার খাওয়ার পেছনে কারণও রয়েছে। চলতি বিপিএলে উন্নত পিচের পাশাপাশি বাউন্ডারি লাইন ছোট করেছে বিসিবি। তাতে হাফ শটেও বোলারদের বাউন্ডারি হজম করতে হচ্ছে।

বিপিএল সূচি: ঢাকার প্রথম পর্বে কার খেলা কবে

বোলারদের এমন দুরবস্থায় মাঝে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ৮৬ রান করে ম্যাচ সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেন তিনি। সেখানে পিচ, বাউন্ডারি প্রসঙ্গে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

তামিম বলেন, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।’

উইকেটের প্রশংসা করতে অবশ্য কার্পন্য করেননি তামিম, ‘উইকেট এবার এত ভালো যে কিউরেটরদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই।’

বিপিএলে কনসার্ট ছাড়া নতুন কিছু দেখিনি : তামিম ইকবাল

তবে সবশেষে তামিম ফের আবদার রাখলেন বাউন্ডারি বড় করার, ‘শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’

এমআই