Advertisement
Us Bangla Airlines
আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা, প্রথম ম্যাচ যেদিন
বিপিএল ২০২৫

আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা, প্রথম ম্যাচ যেদিন

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩২

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাইশ গজের নিঁখুত সিদ্ধান্তে ইতোমধ্যে দেশে-বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ আম্পায়ার। সম্প্রতি বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে যশস্বী জয়সওয়ালকে দক্ষতার বিচারে আউট দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন জাগিয়েছিলেন শরফুদ্দৌলা।

আইসিসির উচ্চতর পর্যায়ের এ আম্পায়ারকে চলতি বিপিএলেও দেখা যাবে বলে জানা গেছে। আগামী ১৬ জানুয়ারি থেকে তিনি বিপিএলের অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে রয়েছেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ার। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন ৫ জন। এদের সাথে এবার যুক্ত হচ্ছেন আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগামী ১০ জানুয়ারি দেশে পৌঁছাবেন সৈকত, আর ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার ওয়ানডে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের দায়িত্বে অভিষেক ঘটে সৈকতের। একবছর পরেই তিনি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। তবে সাদা পোশাকের ম্যাচে প্রথম দায়িত্ব পালন শুরু করেছেন ২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের মাধ্যমে।

ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে বাংলাদেশি আম্পায়ার

গত ১৪ বছর ধরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা সৈকত ৫০ ওভারের ক্রিকেটে ৬৩ ম্যাচ, ২০ ওভারের ক্রিকেটে ৫২ ম্যাচ এবং টেস্টে ১৬ ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে ২০২৩ পুরুষ বিশ্বকাপ, ২০১৭ ও ২০২১ সালে আইসিসির নারী বিশ্বকাপ, ২০১৮ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। দক্ষতার বিচারে আলো কাড়া এ আম্পায়ার ২০২৪ সালে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন।

এমআই