
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা, নেই জাহানারা
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
বিশ্বকাপে সরাসরি খেলার বড় সুযোগ বাংলাদেশের সামনে। ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে কোনমতে সিরিজ জিতলেই সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে জ্যোতির দল। এমন সমীকরণকে সামনে রেখে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে এ দলে থাকছেন না টাইগ্রেসদের এককালের জনপ্রিয় বোলার জাহনারা আলম।
গত কয়েকবছর ধরে অবশ্য বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে অনিয়মিত মুখ জাহানারা। ২০২৩ সালের মে মাসের পর ওয়ানডে খেলেননি এ পেসার। তবে গেল বছর টাইগ্রেসদের টি-টোয়েন্টি দলের হয়ে আইরিশদের বিপক্ষে খেলেছিলেন তিনি। এবার কুড়ি ওভারের ক্রিকেটেও রাখা হয়নি জাহানারাকে।
আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পা রাখবে বাংলাদেশ দল। ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২১ জানুয়ারি। দুই দিন বিরতির পর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ২৪ জানুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে দুই দলের জন্যই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। আগামী ২৭ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।
এমআই