Advertisement
Us Bangla Airlines
সিলেটে ছক্কার নতুন রেকর্ডের দেখা পেল বিপিএল

সিলেটে ছক্কার নতুন রেকর্ডের দেখা পেল বিপিএল

খেলা ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৫, ২১:২৫

ছক্কা উৎসবেই শুরু হয়েছিল একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা উদ্বোধনী ম্যাচেই মেরেছিলেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি। ছয় হাঁকানোর মহোৎসবেও সেদিন আর নতুন করে রেকর্ডের খাতায় নাম লেখাতে পারেননি রিয়াদ-আশরাফরা।

ভালো পিচ আর ছোট করে দেওয়া বাউন্ডারিতে বিপিএলে চার-ছক্কার উৎসব এখনো অব্যাহত। সিলেট পর্বের প্রথম ম্যাচে তারই এক ঝলক দেখে নিল ক্রিকেট প্রেমীরা। সিলেটের সবুজ গালিচায় আজ শুরু হওয়া বিপিএলের প্রথম ম্যাচে বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন ব্যাটসম্যানরা। এমন ম্যাচে ২০৫ রান করেও জিততে পারেনি সিলেট। ২০৬ রানের লক্ষ্যটা রংপুর ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়েছে।

শেষ ওভারে জাকেরের ৩ ছক্কা, সিলেটে  স্ট্রাইকার্সদের রেকর্ড রান

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার ম্যাচে ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচ দুই দল মিলিয়ে মোট ৩০টি ছক্কা হাঁকিয়েছে। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এক ম্যাচে ২৯টির বেশি ছক্কা দেখা যায়নি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি আবার এবারের বিপিএলেরই। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা।

এর আগে গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা; এর মধ্যে একাই ১০টি হাঁকিয়েছিলেন ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। রান তাড়া করতে নেমে সেদিন চট্টগ্রামও ১১টি ছক্কা মারতে পেরেছিল।

এদিকে আজ সোমবার ছক্কার রেকর্ড গড়ার ম্যাচে ১৫টি ছক্কা হাঁকিয়েছিল রংপুর। যেখানে রেকর্ড জুটি গড়া অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান ৭টি করে ছক্কা মেরেছেন। এছাড়া একটি ওভার বাউন্ডারি মেরেছেন চারে নামা ইফতেখার আহমেদ। 

ছক্কায় মারায় অবশ্য রংপুর থেকে এগিয়ে ছিল সিলেট। রনি, জাকির, জোন্স, জাকেরদের ব্যাটে ভর করে সিলেটের ব্যাটাররা হাঁকিয়েছিল ১৬টি ছক্কা। যেখানে জাকির, জোন্স ৪টি; রনি, জাকের ৩টি এবং জর্জ মানজি মেরেছেন দুইটি ছয়। 

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা

ছক্কা  ম্যাচ ভেন্যু সেশন
৩১ সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্স সিলেট ২০২৪–২৫
২৯ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–কুমিল্লা ভিক্টোরিয়ানস চট্টগ্রাম ২০২৩–২৪
২৯ ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহী মিরপুর ২০২৪–২৫
২৭ ঢাকা গ্ল্যাডিয়েটর্স–সিলেট রয়্যালস মিরপুর ২০১২–১৩
২৭ ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স চট্টগ্রাম ২০২২–২৩

রান উৎসবের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জুড়ি নেই। এর আগেও বিপিএলের অন্যান্য আসরগুলোতে এ মাঠে চার-ছক্কার আসর বসতেদেখা গিয়েছিল। এছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা মিলেছে বিপিএলের সর্বোচ্চ রানের সেরা ৯ ইনিংস। 

উল্লেখ্য, স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের সংখ্যা ৪২টি। ২০২৪ সালে এ ঘটনা দুইবার দেখেছে ক্রিকেট ভক্তরা। এপ্রিলে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের আইপিএল ম্যাচে ৪২টি ছক্কা মেরে রেকর্ড গড়ে। সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেই রেকর্ড স্পর্শ করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এমআই