Advertisement
Us Bangla Airlines
শেষ ওভারে জাকেরের ৩ ছক্কা, সিলেটে  স্ট্রাইকার্সদের রেকর্ড রান

শেষ ওভারে জাকেরের ৩ ছক্কা, সিলেটে স্ট্রাইকার্সদের রেকর্ড রান

খেলা ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪০

জাকির হাসানের আউটের পর ম্যাচের ১৯তম ওভারে মাঠে নেমেছিলেন সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। সাইফুদ্দিনের করা সেই ওভারে ১ বল খেলে ১ রান নিয়েছিলেন আলী। তবে ইনিংসের শেষ ওভারে যেন তাণ্ডব ছড়িয়েছেন এই ইনফর্ম ব্যাটার। দারুণ বোলিং করা আকিফ জাবেদকে শেষ ওভারে একাই তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি। জাকেরের কল্যাণে শেষ ওভারে ২৭ রান তুলে সিলেট স্ট্রাইকার্স।

শুরুর তিন ওভারের ২৪ রান দেওয়া আকিফ শেষ ওভারের বিলিয়েছেন ২৭ রান। আকিফের প্রথম দুই বলে ছয় হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছেন জাকের। মাঝে অ্যারন জোন্সের সাথে সিঙেলে স্ট্রাইক রদবদল শেষ বলে আবার ছক্কা হাঁকান এ ডানহাতি। জাকের আলীর আগ্রাসী ইনিংসে ২০৫ রানের বড় পুঁজি পায় সিলেট। যা স্ট্রাইকার্সদের জন্য রেকর্ডও বটে।

বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১ রান। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ২০২৩ সালে দুই শতাধিক রান করে মাশরাফির দল। তাতে ওপেনার নাজমুল শান্ত এবং তিনে নামা তাওহিদ হৃদয় পেয়েছিলেন অর্ধশতকের দেখা। দুই আসর পর দলীয় সংগ্রহের রেকর্ড ভাঙলো স্ট্রাইকার্সরা। রংপুরের বিপক্ষে ২০২৫ সালে এসে ২০৫ রানের পুঁজি পেয়েছে দলটি। এখানেও রয়েছে মিল। ওপেনার ও তিনে নামা ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা।

বিপিএলে সেরা ১০ ইনিংসের ৯টাই এসেছে চট্টগ্রামের মাটিতে। সিলেটের মাটিতে কোন দলের সর্বোচ্চ সংগ্রহ ২১৪ রান। ২০১৯ সালে খুলনার বিপক্ষে এ পুঁজি পেয়েছিল চট্টগ্রাম। সিলেটের মাটিতে স্ট্রাইকার্সদের সেরা সংগ্রহ ছিল ২০১ রান। যা তাদের দলীয় সর্বোচ্চ রান ছিল। এবার সেই রেকর্ড ভেঙে হালখাতায় নতুন হিসাব খুললো জাকের আলীরা। সেটাও আবার ঘরের মাটিতে।

এমআই