
সাব্বিরের ‘অনিয়ম’, যে কারণে সুযোগ পাননি ঢাকার একাদশে
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫
আগের বিপিএলে দল পাননি। তবে ২০২৫ সালে সাব্বির রহমানকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে বড় বাজেটের দল ঢাকা ক্যাপিটালস। ডানহাতি এ ব্যাটারকে নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন স্বয়ং ঢাকার মালিক শাকিব খান। অথচ আসরের শুরুর তিন ম্যাচে সাব্বিরকে খেলায়নি ঢাকা কর্তৃপক্ষ। সাব্বিরকে না খেলানোর কারণে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ব্যাপারটি খোলাসা করলো ঢাকা ক্যাপিটালস।
সিলেটে সোমবার দুপুরে ঢাকার অনুশীলন শেষে কোচ খালেদ মাহমুদ জানালেন, শুরুতে দলীয় সমন্বয়ের কারণে একাদশে রাখা হয়নি সাব্বিরকে। পরবর্তী ম্যাচে এই ব্যাটসম্যান দলে জায়গা পাননি শাস্তির কারণে।
সুজন বলেন, ‘সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কম্বিনেশনের কারণে। এছাড়াও কিছু অন্য ইস্যু ছিল, অনেকেই হয়তো বলেছেন ফেইসবুক বা সামাজিক মাধ্যমে। ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমরা বলতে পারি না অনেক কিছু।’
তিনি বলেন, ‘ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে যে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি…১ তারিখে অনুশীলনে না আসার জন্য। এটা পুরোপুরি ডিসিপ্লিনারি ইস্যু। এছাড়া সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সেরাটা দিয়ে খেলবে।’
অনিয়ম করে নিজের দোষও স্বীকার করেছে সাব্বির রহমান। ঢাকার হেড কোচ বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। সে অনুধাবন করতে পেরেছে। সে বলেছে যে, “সুজন ভাই ভুল হয়েছে, আপনি রাগ করবেন না”। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালসের বাকি পুরো পথচলায় সিনিয়র ক্রিকেটার হিসেবে সে আমাকে সাপোর্ট করবে এবং সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে। যেন ওর কাছ থেকে আমর ভালো সার্ভিস পাই। আমি মনে করি, এই ব্যাপারগুলো সে মেনে নেবে এবং কালকে নতুনভাবে নিজের সেরাটা দেবে দলের জন্য।’
ক্যারিয়ারে অনিয়ম আর গোয়ার্তুমি বিতর্কে সাব্বিরের জন্য এ ঘটনা নতুন কিছু নয়। শৃঙ্খলাভঙ্গের নানা ঘটনায় তিনি বহুবার সংবাদের শিরোনামে জায়গা নিয়েছেন। এছাড়া নিষিদ্ধও হয়েছেন বেশ কয়েকবার। প্রতিভাবান ক্রিকেটার হলেও সম্ভাবনাকে পূর্ণতা দিতে না পারার পেছনে এসবকেও বড় কারণ মনে করেন অনেকে।
এমআই