Advertisement
Us Bangla Airlines
স্যোশাল মিডিয়ায় চাকরি খুঁজছেন টাইগারদের সাবেক কোচ!

স্যোশাল মিডিয়ায় চাকরি খুঁজছেন টাইগারদের সাবেক কোচ!

খেলা ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৭

খেলেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তানের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমন হাই-প্রোফাইল কোচকেও চাকরি খুঁজতে পোস্ট দিতে হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে! বলছি, টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল এর কথা। সম্প্রতি তিনি লিংকডিনে চাকরির খোঁজে পোস্ট করেছেন।

লিংকডিনে তিনি লিখেন, ‘ক্রিকেটের কোচ পদে আমি একটি নতুন চাকরি খুঁজছি। আমার নতুন চাকরি প্রাপ্তিতে আপনাদের সহায়তা কামনা করছি। আপনি যদি এমন চাকরি সর্ম্পকে শুনে থাকেন কিংবা আমাকে এ পদে নিতে চান, তবে সরাসরি মেসেজ করুন। কিংবা পোস্টের নিচে মন্তব্য করুন। আমি আপনার সাথে যোগাযোগ করবো।’

ক্রিকেটীয় পেশা থেকে বিরত থাকা স্টুয়ার্ট ল সবশেষ আমেরিকা দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পরিচর্যায় প্রথমবারের মতো অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট। তবে বৈষম্যমূলক আচরণের জন্য বিশ্বকাপের পরেই তাকে ছাঁটাই করে ক্রিকেট আমেরিকা।

বিশ্বকাপের সাফল্যের পরেও ক্রিকেটারদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজে মিথ্যা কথা বলে ক্রিকেটারদের মধ্যে অবিশ্বাস, বিক্ষোভ তৈরি করছেন। কিছু কিছু ক্রিকেটারকে বাড়তি সুবিধা দিচ্ছিলেন তিনি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেটের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ একাধিক সদস্য তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

ক্রিকেটারদের অভিযোগ ছিল, কিছু কিছু খেলোয়াড়কে আক্রমণ করার ফলে দলের পরিবেশ খুব খারাপ হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনও এমন ঘটনা ঘটেছিল। ল-এর মিথ্য কথার কারণে ক্রিকেটারদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে অবিশ্বাস তৈরি হয়েছিল।

উল্লেখ্য, স্টুয়ার্ট ল বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি টাইগারদের বয়সভিত্তিক দলেও কোচিং করিয়েছেন। অস্ট্রেলিয়ান এ কোচের সহচার্যে ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পাঠদান গ্রহণ করেছে টাইগার যুবারা।

এমআই