
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের মেন্টর পাকিস্তান তারকা
খেলা ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তার ঘোল কেটেছে। সব জল্পনা-কল্পনা উড়িয়ে অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এ টুর্নামেন্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। দীর্ঘদিন পর শুরু হতে যাওয়া আইসিসির এ টুর্নামেন্টকে ঘিরে দলগুলো ইতোমধ্যে নিজেদের গোছানো শুরু করেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য এরইমধ্যে দলে মেন্টর নিয়োগ দিয়েছে আফগানিস্তান।
দলটির মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইউনিস খান। বিষয়টি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছে রশিদ-নবীদের অভিভাবক সংস্থা আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগেও ইউনিস খান আফগানদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউনিসের নিয়োগ প্রসঙ্গে এসিবির মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের সাবেক টপঅর্ডার ব্যাটার ইউনিস খানকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য আফগান দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যুক্ত হবেন।’
পাকিস্তানের জার্সিতে ১১৮টি টেস্ট খেলা ইউনিস খান ১০ হাজার ৯৯ রানের মালিক। আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিনি শীর্ষস্থানও দখল করেছিলেন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন এ ডানহাতি ব্যাটার।
২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইউনিস খান। এরপরই শুরু করেন কোচিং ক্যারিয়ার। আফগানিস্তান ছাড়াও পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচ হিসেবে কদর রয়েছে এ পাকিস্তান কিংবদন্তির। পিএসএলের পেশওয়ার জালমির পাশাপাশি সম্প্রতি বাংলা টাইগার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের প্রাক্তন এ ক্রিকেটার।
এমআই