Advertisement
Us Bangla Airlines
ইতিহাস গড়ে ৮ হাজারি ক্লাবে প্রথম তামিম

ইতিহাস গড়ে ৮ হাজারি ক্লাবে প্রথম তামিম

খেলা ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৫

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে নামার আগে মাত্র ৯ রান দূরে ছিলেন। এ রান করতেই ১৭ বল খেলতে হয়েছে তামিমের। মন্থর শুরুর দিনে নতুন মাইলফলক অর্জন করলেন তামিম ইকবাল। মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন এ বাঁহাতি ওপেনার। যা বাংলাদেশি ক্রিকেটারদের হয়ে প্রথম অর্জন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৭০ ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। এর মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৮ ইনিংস। যেখানে ২৪ গড়ে করেছেন ১৭৫৮ রান। জাতীয় দল ছাড়াও বিপিএল, পিএসএল, সিপিএলে খেলেছেন এ বাঁহাতি ওপেনার। সবমিলিয়ে এই সংস্করণে তামিমের মোট রান এখন ৮০৩১। ৩২.৯১ গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট ১২১.২৭।

বিপিএল সূচি: ঢাকার প্রথম পর্বে কার খেলা কবে

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান সাকিব আল হাসানের। তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিডলঅর্ডার এ ব্যাটার করেছেন ৬০৯০ রান। এছাড়া মুশফিকুর রহিম ৫৮৮২ এবং লিটন দাস ৪৯২৫ রান করে বাংলাদেশিদের তালিকায় শীর্ষ পাঁচে অবস্থান করছেন।

বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শীর্ষে অবস্থান করছেন তামিম ইকবাল। দেশসেরা এ টুর্নামেন্টে ১০৮ ইনিংসে করেছেন ৩৫৫৬ রান। তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার করেছেন ৩৩২৪ রান। এছাড়া রিয়াদ ২৫৮৬, এনামুল ২৫৬৯ এবং সাকিব আল হাসান ২৩৯৭ রান করেছেন বিপিএলে।

বিপিএলে কনসার্ট ছাড়া নতুন কিছু দেখিনি : তামিম ইকবাল

বাংলাদেশের হয়ে প্রথম ৮ হাজারি ক্লাবে প্রবেশ করলেও বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান তামিম। টাইগারদের সাবেক অধিনায়কের উপরে আছেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৮ হাজারি ক্লাবে ঢুকতে তামিম টপকছেন সাবেক পাক ওপেনার মোহাম্মদ হাফিজকে। এ তালিকায় শীর্ষে আছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করেছেন ক্যারিবিয়ান দানব।

এমআই