Advertisement
Us Bangla Airlines
বোলিং পরীক্ষায় সাকিব কি সত্যিই ফেল করেছেন?

বোলিং পরীক্ষায় সাকিব কি সত্যিই ফেল করেছেন?

খেলা ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৫, ১৬:১২

পাকিস্তান সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সারের হয়ে খেলা এক ম্যাচে সাকিব বল হাতে ছিলেন দুর্দান্ত। দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন এ অলরাউন্ডার। ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি সাকিবের দল। তবে পরাজয়ের ম্যাচে সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ম্যাচের দুই আম্পায়ার। ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সাকিবের জন্য যা প্রথম ঘটনা।

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলায় গত বছরের ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে পরীক্ষা দেন সাকিব আল হাসান। লাফবরোর বিশেষজ্ঞদের সামনে মোট চার ওভার বোলিং করেছেন টাইগারদের পোস্টার বয়। এরপর গত ১০ ডিসেম্বর ফলাফল জানায় লাফবরোর মেডিকেল বিভাগ। বোলিং নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে দেওয়া পরীক্ষায় সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা পেয়েছে বিশ্ববিদ্যালয়টির বিশেষজ্ঞ টিম। 

বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় একদিন পরেই বিট্রিশদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একইসাথে আইসিসির নিয়ম মোতাবেক, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়। অর্থাৎ, যুক্তরাজ্যে বোলিং অ্যাকশন নিয়ে দেওয়া প্রথমবারের পরীক্ষায় সাকিব ফেল করেছেন, এটা সত্য ঘটনা।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, যদি বোলারের মনে হয় তাঁর অ্যাকশন পরীক্ষার রিপোর্ট ত্রুটিপূর্ণ, তাহলে এ ব্যাপারে চ্যালেঞ্জ জানানোর সুযোগ আছে। একইসাথে তিনি পুনরায় অ্যাকশন নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই সুযোগটা কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান। লাফবরোর ফলাফলে অ্যাকশন অবৈধ ঘোষণার পর ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দিয়েছেন দ্বিতীয় পরীক্ষা। এ পরীক্ষা নিয়ে বিভিন্ন গণমাধ্যম সাকিবের ‘পুনরায় ফেল’ করার সংবাদ ছড়িয়েছে।

আইসিসির যে আইনে নিষিদ্ধ হলো সাকিবের বোলিং 

এমন সংবাদ ছড়ানোর সূত্র করা হয়েছে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে দেওয়া বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য। গাজী আশরাফের বক্তব্য ছিল এমন, ‘সাকিব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, এটা একটু শকিং। আংশিক একটা তথ্য পেয়েছি। শোনা যাচ্ছে, তিনি আবার অংশগ্রহণ করেছেন (অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে।’ অর্থাৎ, সাকিব যে প্রথম পরীক্ষায় ফেল করেছেন তা নিয়েই কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক। 

চেন্নাইতে সাকিবের অ্যাকশন নিয়ে দেওয়া পরীক্ষায় ফলাফল নিয়ে অপেক্ষা করার জন্য বলেছেন প্রধান নির্বাচক। বিসিবি থেকেও সাকিবের দ্বিতীয় বোলিং পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। এমনকি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, যুক্তরাজ্যে সাকিবের বোলিং অবৈধ হলেও চেন্নাইতে দেওয়া পরীক্ষার ফলাফল নিয়ে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে।

তাতে বিষয়টি পরিষ্কার, ভারতে দেওয়া পরীক্ষায় সাকিব ফেল করেছেন- বিষয়টি এখনো অনানুষ্ঠানিক এবং সত্য ঘটনা নয়। অর্থাৎ সাকিব বোলিং পরীক্ষায় পুনরায় ফেইল করেছেন, এটা বলার উপলক্ষ্য এখনো আসেনি। বরং অনুমাননির্ভর এবং অসমর্থিত সূত্র থেকে সাকিবকে নিয়ে ক্রটিযুক্ত অ্যাকশনের খবর চাউর হয়েছে। 

এর আগেও সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে শুরুতে মিথ্যা তথ্য প্রকাশিত হয়েছিল। গত ১০ ডিসেম্বর দুপুরে সাকিবের বোলিং অ্যাকশন বৈধ বলে জানানো হয়। তবে রাতেই পাল্টে যায় দাবার চাল। ক্রিকইনফো সূত্র ধরে জানানো হয়, লাফবরো ইউনিভার্সিটিতে সাকিব বোলিং পরীক্ষায় পাস করতে পারেননি।

এমআই