Advertisement
Us Bangla Airlines
অবিশ্বাস্য ইনিংস খেলে সোহান বললেন, ‘সব আল্লাহর হুকুম’

অবিশ্বাস্য ইনিংস খেলে সোহান বললেন, ‘সব আল্লাহর হুকুম’

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৫, ১৬:১৩

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ায় শেষ ওভারে ৩০ রান উঠেছে মাত্র দুইবার। ২০২৩ সালে গুজরাটের বিপক্ষে এ রান তুলেছিলেন কলকাতার রিংকু সিং। পরের ঘটনাটা বিপিএলের গতকালের ম্যাচের। ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের জন্য এদিন শেষ ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। কিন্তু অবিশ্বাস্য ইনিংসে সেখানে ৩০ রান তুলে ফেলেন নুরুল হাসান সোহান।

টি-টোয়েন্টিতে নুরুলের ক্যারিয়ারের সেরা ইনিংস তো বটেই, বিপিএলের ইতিহাসে রান তাড়ায় সেরা ওভার এটি। এমনকি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে সর্বোচ্চ রান তোলার তালিকায় তৃতীয় সোহানের আগ্রাসী ইনিংস। এর আগে টি-টোয়েন্টি ব্লাস্টে ৩৪ রান, আইপিএলে ৩১ রান তোলার ঘটনা দেখেছে বিশ্ব ক্রিকেট।

শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

রেকর্ড গড়া এমন ইনিংস খেলেও নিজেকে শান্ত রেখেছিলেন রংপুর অধিনায়ক। ম্যাচ শেষে কৃতিত্ব দিয়েছেন সৃষ্টিকর্তাকে। সোহান বলেন, ‘যখন ক্রিজে যাই তখন আমাকে বলা হচ্ছিল, এই জায়গা থেকেও জেতা সম্ভব। মহান আল্লাহকে ধন্যবাদ, সব তার হুকুম। আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ।’

খুব খুশির দিনে আক্ষেপ-অভিমানের সুরও তুলেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। ঘরোয়াতে এমন ইনিংস প্রায়শই খেললেও স্বল্প রান বিবেচনায় তাকে আমলে নেওয়া হয়নি। সোহান বলেন, ‘আমি যখন ব্যাট করি, ২০-৩০ রান, সবাই ভুলে যায়। এটা নতুন কিছু না। দলে অবদান রাখতে পারছি আলহামদুলিল্লাহ। দলকে জেতাতে পেরেছি তাই এটা আমার অন্যতম সেরা ইনিংস।’

সন্ধ্যায় রংপুর-বরিশাল দ্বৈরথ, শক্তিতে কে এগিয়ে

সোহানের অবিশ্বাস্য ইনিংসে ‘মিশন হেক্সা’ সম্পন্ন করেছে রংপুর রাইডার্স। বিপিএলের চলতি আসরে ৬ ম্যাচ খেলে এক ম্যাচও হারেনি সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা জয়ীরা। দলের এমন পারফরম্যান্সে পা মাটিতেই রাখছেন রংপুর অধিনায়ক। 

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ। আমাদের পা মাটিতে রাখতে হবে। এখনও অনেক পথ বাকি। আমাদের প্রক্রিয়া অনুসরণ করে যেতে হবে। পরের ম্যাচের দিকেই এখন নজর। অনেক বড় টুর্নামেন্ট। আমাদের পা মাটিতেই রাখতে হবে। ইফতিখার ও খুশদিল অনেক ভালো খেলেছে, যা ম্যাচে আমাদের টিকিয়ে রেখেছে।’

এমআই