
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন না কামিন্স!
খেলা ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ২৩:০৬
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিবেন স্টিভ স্মিথ। সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স থাকছেন না এ সফরে। তবে শ্রীলঙ্কা সফর নয়, চ্যাম্পিয়নস ট্রফিতেও কামিন্সের সার্ভিস পাওয়া নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া ক্রিকেট। ব্যক্তিগত কারণে নয়, বরং চোটে পড়ে আট জাতির এ টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অস্ট্রেলিয়ান অধিনায়ক।
ক্রিকেট অস্ট্রেলিয়া আজ বিষয়টি জানিয়েছে। তবে চোটের খবর দিলেও তা কতটা গুরুতর তা জানাতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি যাবে না, সেটিও বলতে পারেনি অস্ট্রেলিয়া ক্রিকেটের অভিভাবক সংস্থা।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানালেন স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা। তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, দেখা যাক তার স্ক্যান রিপোর্টে কি আসে এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। এখানে (চোট নিয়ে) কিছু কাজ করতে হবে। সেটিকে কেন্দ্র করে আমাদের আরও কিছু তথ্য পাওয়া দরকার।’ জাতীয় দল থেকে ছুটিতে থাকাকালেই তার স্ক্যান করানোর কথা রয়েছে।
বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালেই গোড়ালির সমস্যায় পড়েছেন কামিন্স। পাঁচ ম্যাচের সেই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৬৭ ওভার বল করেছেন এই পেসার। ২১.৩৬ গড়ে নিয়েছেন ২৫ উইকেট। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও, অধিনায়কের চোট এখন তাদের দুশ্চিন্তায় ফেলেছে।
এমআই