Advertisement
Us Bangla Airlines
প্রথম দুই ম্যাচ হেরেও শ্রীলঙ্কার সাথে সিরিজ ড্র করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ হেরেও শ্রীলঙ্কার সাথে সিরিজ ড্র করল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৫, ২২:৩২

শ্রীলঙ্কার সাথে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথম দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল সুমাইয়ার দল। তবে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় যুবা টাইগ্রেসরা। চতুর্থ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে জুনিয়ররা। সিরিজ বাঁচানোর ম্যাচে লঙ্কান মেয়েদের ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে এভাবে ঘুরে দাঁড়ানোটা বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি চার ম্যাচ সিরিজে ২-২ সমতা টাইগ্রেসদের আত্মবিশ্বাস নিয়ে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিশ্বাসের রসদ জোগাবে।

কলম্বোর বার্গার রিক্রিয়েশন ক্লাব মাঠে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নিশিতা-ফাহমিদা-জান্নাতুলের দারুণ বোলিংয়ে লঙ্কান মেয়েরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পারে ১০৫ রান।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে ডাক খেয়ে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুতেই ব্যকফুটে যাওয়া লঙ্কান মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তাছাড়া হিরুনি হানসিকা খেলেন ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে তার এমন ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে তারা। তবে মিডল অর্ডার ব্যর্থ ছিল। শেষদিকে ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আফিয়া এবার ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস।

এমআই