Advertisement
Us Bangla Airlines
বিপিএলে ইতিহাস গড়তে তাসকিনের প্রয়োজন ৪ বল!

বিপিএলে ইতিহাস গড়তে তাসকিনের প্রয়োজন ৪ বল!

খেলা ডেস্ক

২১ জানুয়ারি ২০২৫, ২১:২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো অবস্থানে নেই দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার অপেক্ষায় দলটি। বিপিএলের মাঝ পথে এসে অধিনায়ক পাল্টালেও জয়ের দেখা পায়নি বিতর্কিত এই ফ্র্যাঞ্চাইজি। গতকাল চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে নামার আগে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হককে নেতৃত্ব থেকে সরিয়ে তাসকিনের হাতে দায়িত্ব অর্পণ করে রাজশাহী।

অধিনায়কত্বের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ১১১ রানে পরাজয় বরণ করে তাসকিনের দল। রাজশাহীর এমন ভরাডুবির মাঝে এখনো নক্ষত্রের মতো আলো জ্বালাচ্ছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলিং ইউনিটের নেতা বিপিএলে ৯ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। এর মধ্যে ঢাকার বিপক্ষে ৭ উইকেট তুলে বোলিং ফিগারে হয়েছেন বিপিএলের সেরা বোলার।

গলায় দড়ি দিয়ে মরার কথা কেন বললেন তাসকিন

বাইশ গজে গতির ঝড় তোলা তাসকিন এবার উইকেট তোলায় গতি দেখাচ্ছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি থাকতেই কুড়ি উইকেট তুলে ফেলা তাসকিন চোখ রাঙাচ্ছেন সাকিবের রেকর্ডে। বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট তোলার রেকর্ড সাকিবের। ২০১৮-১৯ মৌসুমে ২৩ উইকেট নিয়ে এই তালিকায় এখনো শীর্ষে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ সাফল্য গড়তে সাকিবকে খেলতে হয়েছিল ১৫ ম্যাচ।

চলতি মৌসুমে এখনো তিনটি ম্যাচ বাকি রাজশাহীর। সব ঠিক থাকলে তাসকিনও বাকি ম্যাচগুলো খেলবেন। তাতে তিন ম্যাচে ৪ উইকেট তুলতে পারলেই বিপিএলে ইতিহাস গড়বেন এ বোলার। এজন্য তাসকিনের দরকার সাফল্যের ৪টি বল।

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ভারতে যাচ্ছেন সাকিব

এদিকে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট তোলায় সাকিবের পরেই আছেন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার। ২০১৫-১৬ মৌসুমে বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে ২২ উইকেট তুলেছিলেন তিনি। বিপিএলে এক মৌসুমে ২২ উইকেট নেওয়া বোলার আছেন আরও চারজন। তাসকিন, মাশরাফি, রুবেলের সাথে গত মৌসুমে এই তালিকায় যোগ দিয়েছেন শরীফুল ইসলাম।

বিপিএলে এক মৌসুমে ২১ উইকেট নেওয়ার তালিকায় আছেন দুজন বোলার। ২০১৫-১৬ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তাণ্ডব ছড়ানো আবু হায়দার নিয়েছিলেন ২১ উইকেট। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২১ উইকেট নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো।

এমআই