
বিপিএলে ছক্কা হাঁকিয়ে চমক দেখাচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা
খেলা ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২৩:১১
বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চলছে রান উৎসব। রাউন্ড রবিন পদ্ধতিতে চলা মাত্র ১৬ ম্যাচের মধ্যেই ৩ সেঞ্চুরি দেখে ফেলেছে বিপিএল। এমনকি দুইশো বা এর কাছাকাছি রান করেও স্বস্তিতে থাকতে পারছে না কোনো দল। উদ্বোধনী ম্যাচে ১৯৭ রান করেও বরিশালের কাছে ম্যাচ হেরেছিল দুর্বার রাজশাহী। গতকাল (শুক্রবার) ১৯৩ রান করেও সিলেটের বিপক্ষে ষষ্ঠ হার দেখেছিল ঢাকা ক্যাপিটালস।
বিপিএলে রান বন্যার ম্যাচে বেশ উজ্জ্বল দেশি ক্রিকেটাররা। সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট কিংবা সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় লোকাল হিরোরা এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন। বিশেষ করে ছক্কা মারার শীর্ষে থাকা ক্রিকেটারটির নাম চমকই বলা চলে। সব দলের বিদেশিদের টপকে চলতি আসরে ১৬টি ছক্কা মেরে এ তালিকায় শীর্ষে রয়েছেন চৌধুরী ইয়াসির আলী রাব্বি।
বিপিএলের গত আসরে ৫ ম্যাচে ৫৪ রান করা রাব্বি এবারের আসরের প্রথম ম্যাচেই করেছেন অপরাজিত ৯৪ রান। ছক্কা মেরেছেন আটটি। এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাট করা দুর্বার রাজশাহীর এ মিডলঅর্ডার ছক্কা হাঁকিয়েছেন ১৬টি। ছয় মারার শীর্ষে পাঁচে আছেন আরও দুই দেশি ব্যাটার। ১৩ এবং ১২টি ছক্কা মেরে যথাক্রমে তালিকার চতুর্থ পঞ্চম স্থানে আছেন সাইফ হাসান এবং সাব্বির রহমান।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর শীর্ষে আছেন ইংলিশ ব্যাটার হেলসের। রংপুরের এই অভিজ্ঞ ক্রিকেটার সবমিলিয়ে হাঁকিয়েছেন ৩৩ বাউন্ডারি। ২২ চার ও ১০ ছয়ের সাহায্যে ৩২ বাউন্ডারির মার আছে চিটাগাং কিংসের উসমান খানের। এ তালিকায় তৃতীয়স্থানে অবস্থান করছেন ইয়াসির আলী চৌধুরী। ১৬ ছক্কার সাথে ১৪টি চার হাঁকিয়েছেন দুর্বার রাজশাহীর এ ব্যাটার।
ঢাকা ক্যাপিটালসের হয়ে মাত্র ৩ ইনিংস ব্যাট করে এক ডজন ছক্কা হাঁকিয়েছেন টাইগার ক্রিকেটার সাব্বির রহমান। ফলে কমপক্ষে ৫০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট রাজশাহীর লোকাল বয়ের। ৫০ বলে ১০৭ রান করা এই হার্ডহিটার ব্যাটারের স্ট্রাইকরেট ২১৪। এরপরেই আছেন চিটাগাং কিংসের জার্সিতে ৫৫ বলে ১১০ রান করা শামীম পাটোয়ারি। তার স্ট্রাইকরেট ঠিক ঠিক ২০০। খুলনার অঙ্কনের স্ট্রাইকরেট ১৯৮।
বিপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রহের শীর্ষেও রয়েছেন লোকাল ক্রিকেটাররা। ৬ ইনিংসে ২২১ রান করে তালিকার শীর্ষে অবস্থান করছেন সাইফ হাসান। ২১০ এবং ১৯২ রান করে তালিকার তৃতীয় ও পঞ্চমস্থানে আছেন ইয়াসির, এনামুল হক বিজয়। বিপিএলে উইকেট নেওয়ার শীর্ষে সাধারণত দেশি ক্রিকেটারদের দেখা যায়। সেই ধারা অব্যাহত রেখে এখন পর্যন্ত শীর্ষে আছেন টাইগারদের ফাস্ট বোলিং ইউনিটের নেতা তাসকিন আহমেদ।
এমআই