Advertisement
Us Bangla Airlines
মিকি আর্থার বললেন, ‘বিপিএলের মান অনেক উঁচুতে’

মিকি আর্থার বললেন, ‘বিপিএলের মান অনেক উঁচুতে’

খেলা ডেস্ক

১১ জানুয়ারি ২০২৫, ২১:৫১

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাজে উইকেট, নিম্নমানের আম্পায়ারিং আর খেলোয়াড় সংকটে গেল কয়েক আসর বেশ সমালোচনার মুখে পড়েছে বিপিএল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার বিসিবিতেও এসেছে পরিবর্তন। তাতে চলতি আসরের বিপিএলে কিছুটা ভিন্নতা দেখা গিয়েছে। 

বিদেশি খেলোয়াড়ের তালিকায় বড় নাম খুব একটা না দেখা গেলেও চলতি বিপিএলে এসেছেন দুজন বিদেশি আম্পায়ার। তাতে আম্পায়ারিং নিয়ে এখন পর্যন্ত কোনো সমালোচনা শোনা যায়নি। ভালো উইকেট তৈরি করে বিপিএলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফারুক আহমেদের বোর্ড। তাতে না পাওয়ার নানান গল্প ঢাকা পড়ছে ২২ গজের রান উৎসবে।

এবার বিপিএলের মান নিয়ে মুখ খুলেছেন বিশ্বের অন্যতম হেভিওয়েট কোচ মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকান এই কোচের মতে, বিপিএলের মান অনেক উঁচুতে অবস্থান করেছে। বিপিএলের মান কেন ভালো সেটা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন চলতি বিপিএলে রংপুর রাইডার্সের দায়িত্ব পালন করা এ কোচ। 

মিকি আর্থার বলেন, ‘বিপিএল খুবই ভালো। এখানকার ভিন্ন কন্ডিশন বিপিএলকে আরও ভালো করে তুলেছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের জন্য। এই কন্ডিশনে এসে খেলা বিদেশিদের জন্য অনেক বড় অভিজ্ঞতা। এই কন্ডিশনে বাংলাদেশিরা অনেক ভালো খেলে। বিপিএলের স্ট্যান্ডার্ড অনেক হাই। এই টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড অনেক ভালো। দারুণ টুর্নামেন্ট। প্রত্যেক দলেই ম্যাচ উইনার আছে যা প্রতিটি ম্যাচকে গুরুত্বপূর্ণ করে তোলে।’

বিপিএলে কাজ করতে এসেই অবশ্য বিপিএলের প্রশংসায় মেতেছিলেন আর্থার। গত ডিসেম্বরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বাংলাদেশ উপভোগ করি। দারুণ একটা প্রতিযোগিতা। এখানকার ক্রিকেটারদের মান অনেক বেড়েছে, দিনকে দিন আরও ভালো হচ্ছে। বিপিএল দারুণ এক কম্পিটিশন।’

এমআই