
গলায় দড়ি দিয়ে মরার কথা কেন বললেন তাসকিন
খেলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
চিটাগং কিংসের বিপক্ষে খেলতে নামার কয়েক ঘণ্টা বাকি। এর আগে অধিনায়ক পরিবর্তনের ঘোষণা দিয়েছিল বিপিএলের বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো এনামুল হক বিজয়কে হুট করে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়েছে টিম রাজশাহী। নতুন অধিনায়ক হিসেবে গতকাল কিংসদের বিপক্ষে টস করতে নামেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
নতুন অধিনায়কত্বের দিনে টস ভাগ্যটা তাসকিনের পক্ষেই ছিল। তবে ম্যাচ জয়ের ভাগ্যটা আর এ পেসারের দেখা হয়ে উঠেনি। নেতৃত্বের প্রথম ম্যাচেই চিটাগাং কিংসের কাছে ১১১ রানে হারে তাসকিনের দল। ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসেন জার্সি নাম্বার থ্রি। সেখানেই গলায় দড়ি দিয়ে মরার কথা তুলেন এই ফাস্ট বোলার। কিন্তু কেন?
পিএসএলে তাসকিনকে নিয়ে কাড়াকাড়ির গুঞ্জন উঠেছিল। কিন্ত শেষ পর্যন্ত তাঁকে দলে ভেড়ায়নি কোনো দল। মূলত, পিএসএল ড্রাফট নিয়ে তাসকিনকে করা এক প্রশ্নে তিনি এই কথা বলেন।
সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘না (পিএসএলে দল না পাওয়া) আপসেট এর কী আছে? আমি যদি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারি, যেখানেই খেলি যদি ভালো খেলতে পারি সামনে অনেক সুযোগ আসবে। এর আগে তো ৩ বার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি, এটা আপসেটিং হলে অইটা তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আপসেট না, তকদিরে যা আছে সামনে আসবে ইনশাল্লাহ।’
তাসকিনের আইপিএলে খেলার গুঞ্জন এবারও রয়েছে। এ ব্যাপারে তাসকিন বলেন, ‘না। হয়ত কারও ইঞ্জুরি হলে ডাকতে পারে। ডিরেক্ট আমার সাথে কথা হয়নি। নরমালি তো এজেন্টের সাথে কথা হয়।’
তাসকিনের বাবা বলেছিলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দেখতে চান ছেলেকে। এই প্রসঙ্গে তাসকিন কথা এড়িয়ে গেলেন পুরোপুরি। বললেন, ‘আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় খেলা ভালো খেলা।’
এদিকে চিটাগং কিংসের সাথে বড় হার নিয়ে রাজশাহীর অধিনায়ক বলেন, ‘আসলে দেখেন শুরুটা ভালোই হয়েছে। ৫ ক্যাচ মিস। ১৯০ এর জায়গায় ১৬০-৭০ হলে ভিন্ন গেম হতেই পারত। সব মিলে খারাপ দিন গেছে। হ্যাঁ আগের ম্যাচেও হইসে হয়ত সামনেও হবে। এরপর যেগুলা উইকেট পাই সেগুলাই। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে যেন সামনে আরও খেলতে পারি।’
এমআই