Advertisement
Us Bangla Airlines
ফর্মে থেকেও পিএসএলে কেন দল পাননি তাসকিন

ফর্মে থেকেও পিএসএলে কেন দল পাননি তাসকিন

ইকবাল আজাদ

১৪ জানুয়ারি ২০২৫, ২৩:১০

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাসকিন আহমেদের। লাল-সবুজের জার্সিতে শুরুটা মন্দ করেননি তিনি। তবে বাজে ফর্ম আর খরুচে হয়ে ওঠায় ২০১৭ সালে তাসকিনের ক্যারিয়ার থমকে দাঁড়ায়। ফলে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দলে জায়গা পাননি এই স্পিড স্টার। এরপর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু করেন তাসকিন।

তাসকিনের সংগ্রামে সঙ্গী হয়ে ওঠে করোনা মহামারির অবসর সময়। পুরো বিশ্ব যেখানে থমকে দাঁড়িয়েছিল, সেখানে নিজের সাথে একাই লড়ে গেছেন এ ডানহাতি ফাস্ট বোলার। বাজে সময়কে ভেঙেচুরে তাসকিন পরবর্তীতে ব্যাটারদের জন্য হয়ে ওঠেছেন এক মূর্তিমান আতঙ্ক। ২০২১ সালে জাতীয় দলের জার্সিতে পুনরায় সুযোগ পেয়েছেন এই স্পিড স্টার। এরপর সাফল্য যেন স্বেচ্ছায় এসে তাসকিনের হাতে ধরা দিচ্ছে। 

বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন, নেই বুমরা-সিরাজ

টাইগার ফাস্ট বোলারদের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। জাতীয় দলের হয়ে গত দশ বছরে ৭৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তাসকিন উইকেট পেয়েছেন ৮২টি। এর মধ্যে করোনা শেষে ফিরে আসা তাসকিনের সাফল্য বেশ ঈর্ষণীয়। 

২০২১ সাল থেকে এখন পর্যন্ত বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪ ইনিংস বল করেছেন জার্সি নাম্বার থ্রি। তাতে উইকেট পেয়েছেন ৭০টি। ২১ গড়ের সাথে তাসকিনের স্ট্রাইক রেটও দারুণ। প্রতি উইকেট পেতে হাত ঘুরিয়েছেন ১৭ বল। সবশেষ বছরে ৩০ উইকেট তুলেছেন ২৯ বছর বয়সী এ বোলার। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের এক বছরের দ্বিতীয় সর্বোচ্চ, পেসার হিসেবে প্রথম।

শুধু জাতীয় দল নয়, চলতি বিপিএলেও বেশ ধারাবাহিক তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংস বল করে ১৪ উইকেট নিজের পকেটে পুরেছেন এ ফাস্ট বোলার। চলতি বিপিএলে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মাত্র ১১ গড়ে উইকেট তোলা এ সমীকরণে বেশ কিপটেও ছিলেন তাসকিন আহমেদ। রান বন্যার বিপিএলে ওভার প্রতি দিয়েছেন ৭ এর কম রান।

তাসকিনকে দলে ভেড়াতে চায় দুই দল

ধারাবাহিকতায় লম্বা সময় পার করা তাসকিন যে দুর্দান্ত ফর্মে আছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। বল হাতে এমন ফর্মকে বিবেচনা করে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সেই সূত্রে, আইপিএলে তাসকিনের দল পাওয়ার বড় গুঞ্জন ওঠেছিল। এমনকি পিএসএলে তাসকিনকে নিয়ে কাড়াকাড়ির খবরও চাউর হয়েছিল গণমাধ্যমে। কিন্তু গতকাল (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত পিএসএলের ড্রাফট থেকে তাসকিনকে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি টিম।

তাসকিনের দল না পাওয়ার বিষয়টি টাইগার ভক্তদের জন্য কিছুটা বিস্ময় বটে। তবে পিএসএলে সুযোগ না পাওয়ার পেছনে রয়েছে নানান কারণ। 

সাধারণত, বলের সিমকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে বোকা বানান তাসকিন আহমেদ। সিম, লাইন-লেন্থ আর গতির মিশেলে ওঠে আসা ফাস্ট বোলারের সংখ্যা ক্রিকেট বিশ্বে কম নয়। ফাস্ট বোলারদের পাওয়ার হাউজ পাকিস্তানে এ সংখ্যাটা তুলনামূলক বেশি। ফলে নিজেদের ঘরে থাকা উপাদানকে রেখে বিদেশিদের প্রতি আগ্রহ না দেখানো পিএসএল ফ্র্যাঞ্চাইজির জন্য স্বাভাবিক বটে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এর আগেও দল পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা, ইনজুরির অজুহাত এবং অন্যান্য কারণে বিসিবি থেকে অনাপত্তি পাননি এ ক্রিকেটার। দল পেয়েও শেষ পর্যন্ত খেলতে না যাওয়া ক্রিকেট পাড়ায় বাজে উদাহরণ সৃষ্টি করে। এ কারণে টাইগার ফাস্ট বোলিং ইউনিটের নেতার প্রতি আগ্রহ না দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজি দল।

এদিকে আইপিএলের মেগা নিলামে দল না পেলেও সরাসরি চুক্তিতে তাসকিনের দল পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এমন খবরের কোনো ভিত্তি বা সূত্র নেই। তবুও গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রভাব ফেলতে পারে তাসকিনের ভবিষ্যতে। আইপিএলে সুযোগ পেলে স্বাভাবিকভাবেই পিএসএলে খেলতে যাবেন না এই স্পিড স্টার। ফলে এমন চিন্তা থেকে তাসকিনের ভালো বোলিংকে আমলে না নিতে পারে পিএসএলের দলগুলো।

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ কবে, কোথায়

পাকিস্তান সুপার লিগে তাসকিনের দল পাওয়ার বিষয়টি জোরালো করেছিল দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ। বাংলাদেশের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘পিএসএলে তাসকিনের দল পাওয়া নিয়ে লাহোর কালান্দার্সের কাছে সুপারিশ করেছি।’ এমনকি দুর্বার রাজশাহীর ওপেনার ও পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ হারিস তাসকিনকে পেশাওয়ার জালমিতে নেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন।

কোচের সুপারিশ কিংবা সতীর্থের প্রস্তাব, দিনশেষে কোনটাই তাসকিনের পক্ষে কথা বলেনি। তবে তাসকিনের অপ্রাপ্তির দিনে পিএসএলে দল পেয়েছেন টাইগার বোলিং ইউনিটের সবশেষ চমক নাহিদ রানা। এছাড়া স্পিন ঘূর্নিতে বিশ্বকাপে নিজের জাত চেনানো রিশাদ হোসেনও লাহোর কালান্দার্স দলে জায়গা পেয়েছেন। বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের হয়ে সম্প্রতি দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যাওয়া লিটনকেও দলে টেনেছে করাচি কিংস। 

এমআই