Advertisement
Us Bangla Airlines
পিএসএলে দল পেলেন নাহিদ-লিটন, অবিক্রিত তাসকিন-ফিজ

পিএসএলে দল পেলেন নাহিদ-লিটন, অবিক্রিত তাসকিন-ফিজ

খেলা ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৫, ২০:৫০

পাকিস্তানে টেস্ট ম্যাচ দিয়ে নিজের উত্থান খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং সেনসেশন নাহিদ রানা। প্রথম ম্যাচে আহামরি কিছু না করলেও দ্বিতীয় ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানে ব্যাটিং স্তম্ভ একাই গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ। গতির তাণ্ডবে এই স্পিড স্টারের কাছে আত্মসমর্পণ করেছিল শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিলরা। এরপর আর নাহিদকে পেছনে ফিরে তাকাতে হয়নি। গতির ঝড়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন এ ক্রিকেটার।

গতিতে ঝলক দেখানো নাহিদ রানার ওপর নজর রেখেছিলেন পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল। টুর্নামেন্টের ড্রাফট থেকে বাংলাদেশের এই স্পিডস্টারকে দলে ভিড়িয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশওয়ার জালমি। পিএসএলের দশম আসরকে সামনে রেখে আজ (২৩ জানুয়ারি) লাহোর ফোর্টে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

পিএসএলে সবশেষ পেশওয়ার জালমির হয়ে খেলেছিলেন টাইগার সুপারস্টার সাকিব আল হাসান। এবারের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে বোলিং নিষোধাজ্ঞায় পড়া সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা আরেক টাইগার বোলার মোস্তাফিজুর রহমানকেও টানেনি কোনো দল।

পিএসএল ড্রাফটের আগে বেশ হৈ চৈ ফেলে দিয়েছিলেন বাংলাদেশ ফাস্ট বোলিং ইউনিটের নেতা তাসকিন আহমেদ। গুঞ্জন উঠেছিল, তাসকিনকে দলে পেতে আগ্রহী পিএসএলের দুই দল। কিন্তু ড্রাফটের দিনে তাসকিনকে কিনতে চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি তাসকিনের ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরাও দল পাননি পিএসএলের ড্রাফটে।

টুর্নামেন্টটির সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। এদের মধ্যে সবচেয়ে বড় নাম লিটন কুমার দাস। জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে খুব একটা ভালো সময় না গেলেও বিপিএলের সবশেষ দুই ম্যাচে দারুণ ছন্দে আছেন এ উইকেটরক্ষক ব্যাটার। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

বিপিএলের দারুণ পারফরম্যান্সে এবার পিএসএলে দল পেয়েছেন লিটন কুমার দাস। সিলভার ক্যাটাগরি থেকে এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। 

এমআই