
বিপিএলে খেলবেন না আফগান রহস্য স্পিনার
খেলা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আফগানিস্তানের রহস্য স্পিনার মোহাম্মদ গাজানফারকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। তবে জাতীয় দলের ব্যস্ততায় রংপুরকে শেষবেলায় ‘না’ করে দিয়েছে এ স্পিনার। ফলে বিপিএল শুরু করার আগে বড়সড় ধাক্কা খেল সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর রাইডার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর। ক্যাপশনে রংপুর জানায়, ‘আফগানিস্তান টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় চলতি মৌসুমে রংপুরের হয়ে খেলবেন না মোহাম্মদ গাজানফার।’
অভিনন্দন: এএম ঘাজানফার এসেছে জাতীয় টেস্ট দলের ডাক: রাইডার্স জার্সিতে খেলা হচ্ছে না বিপিএল
Posted by Rangpur Riders on Thursday, December 26, 2024
ডিসেম্বরের ৩০ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। আর জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এই লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গাজানফার। এই আসর শুরুর আগে পর্যন্ত বিপিএলে খেলার কথা ছিল এই আফগান স্পিনারের। তবে জাতীয় দলের ব্যস্ততায় বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন এ খেলোয়াড়।
জাতীয় দলে রশিদ খানের পরিবর্তে ডাক পেয়েছেন আফগানদের এই রহস্য স্পিনার। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ খান। প্রায় বছর চারেক পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল তারকা লেগ স্পিনারের। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের আগে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন তিনি।
এমআই