Advertisement
Us Bangla Airlines
নাহিদকে দেখে মুগ্ধ টেইট, দিলেন পরামর্শ

নাহিদকে দেখে মুগ্ধ টেইট, দিলেন পরামর্শ

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৪, ২২:২৩

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ স্পিননির্ভর দল হিসেবে বেশ পরিচিত। তবে গেল কয়েক বছর ধরে এ প্রথায় পরিবর্তন এনেছে তাসকিন-শরীফুলরা। বোলিং বৈচিত্র আর লাইন-লেন্থের নৈপুণ্যে টাইগার ফাস্ট বোলারদের বাকি দলগুলো ইদানীং সমীহ করে চলছে। দেশের ফাস্ট বোলিং ইউনিটে সবশেষ চমক নাহিদ রানা। দীর্ঘদেহী এ বোলার ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করেছেন। এছাড়া নিয়মিতই ১৪৫ কিমির বেশি গতিতে বল করতে দেখা যায় তাকে।

বাংলাদেশের ক্রিকেটে এত গতির বল দেখা নিঃসন্দেহে বিরল ঘটনা। লাল-সবুজের জার্সিতে এমন গতির বোলারকে দেখে মুগ্ধ হয়েছেন সাবেক অজি তারকা এবং চিটাগাং কিংসের কোচ শন টেইট। পাশাপাশি নাহিদ রানাকে যথাযথ দেখভালের পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা। 

বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করতে এসে সংবাদমাধ্যমের সামনে নাহিদকে নিয়ে কথা বলেন শন টেইট। তার মতে, নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটে বিরল এক প্রতিভা। 

টেইট বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় টেলিভিশনে তাকে (নাহিদ রানা) প্রথম বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে, এর আগে আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি। অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।’

নাহিদকে নিয়ে টেইট বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা একজনকে পাওয়া বিরল। খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।’

নাহিদকে যত্ন করার ব্যাপারে বেশ সক্রিয় বিসিবি। ইনজুরি এড়াতে তাকে বেছে বেছে ম্যাচ খেলানো হয়। তবে নাহিদের ক্যারিয়ার লম্বা করতে বিশেষ পরামর্শ দিয়েছেন শন টেইট। একইসাথে বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টদের নাহিদের ব্যাপারে সচেতন থাকার কথা জানিয়েছেন তিনি।

শন টেইট বলেন, ‘নাহিদের আশেপাশে যারা কাজ করে এটা (ক্যারিয়ার লম্বা করার কাজ) পুরোপুরি তাদের উপর। তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয়, তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনও কখনও যদি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে যাই... ক্রিকেটারকেও নিজের শরীর সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক দিকনির্দেশনায় থাকলে আমি নিশ্চিত সে ভালো করবে।’

এমআই