Advertisement
Us Bangla Airlines
বিপিএলে রংপুরে খেলবেন যুব এশিয়াকাপ জয়ী তামিম

বিপিএলে রংপুরে খেলবেন যুব এশিয়াকাপ জয়ী তামিম

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮

বাংলাদেশ ক্রিকেটে তামিমের ছড়াছড়ি। তামিম ইকবাল, তানজিদ তামিমের পর এবার টাইগার ক্রিকেটের নতুন মুখ আজিজুল হাকিম তামিম। তিন তামিমের ব্যাটিংয়ের ধরণেও বেশ মিল রয়েছে। এ তিন ক্রিকেটারই বাঁহাতি ব্যাটার, খেলেন টপ অর্ডার পজিশনে। আসন্ন বিপিএলে বড় দুই তামিম ইতোমধ্যে দল পেয়েছেন। এবার পেলেন সবচেয়ে জুনিয়র তামিম।

বরিশালের হয়ে গত আসরে চ্যাম্পিয়ন হওয়া তামিম ইকবাল এবারও সেই দলে খেলবেন। একইসাথে নেতৃত্বের ভার থাকছে তাঁর হাতে। জাতীয় দলে গত এক বছর ধরে খেলা তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। চলতি মাসে অনূর্ধ্ব ১৯ দলকে এশিয়া কাপ জেতানো আজিজুল হাকিম তামিমকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

যুবা এশিয়া কাপের পাশাপাশি সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতেও রানের দেখা পেয়েছেন আজিজুল হাকিম। হয়েছেন সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। তাতেই বিপিএল ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের নজরে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে তামিমকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।

দেশে প্রথমবারের মতো আয়োজিত এনসিএলে খুলনার হয়ে খেলেছিলেন টাইগার ক্রিকেটের এই নতুন তামিম। ৯ ম্যাচে ১৩৭ স্ট্রাইক রেটে ২৩৭ রান করে আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। হাঁকিয়েছেন দুটি অর্ধশতকও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন যুবা দলের অধিনায়ক। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।

ভারতকে হারিয়ে প্রতিশোধ, আবারও এশিয়ার শ্রেষ্ঠত্ব বাংলাদেশের

এদিকে আসন্ন বিপিএলে বেশ গোছাল দল গড়েছে রংপুর রাইডার্স। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের শিরোপা জিতে ফিরেছে রাইডাররা। বিপিএলের ড্রাফট থেকে নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, ইরফান শুক্কুর, রেজাউর রহমান, আকিফ জাভেদ, কার্টিস ক্যামফারের মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়েছে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করা দলটি।

একনজরে রংপুরের স্কোয়াড

নুরুল হাসান সোহান, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, সৌম্য সরকার, ইরফান শুক্কুর, তৌফিক খান তুষার, সেদিকউল্লাহ আতাল, আজিজুল হাকিম তামিম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, কার্টিস ক্যামফার, স্টিফেন টেইলর, নাহিদ রানা, রাকিবুল হাসান, আকিফ জাভেদ, রেজাউর রহমান রাজা, কামরুল ইসলাম রাব্বি, এএম গাজানফার।

এমআই