
‘বিপিএলে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চাই’
খেলা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩
স্লগ ওভারে ভালো শট খেলতে পারেন, বল হাতে চালানোর মতো লেগস্পিন- এমন দক্ষতা নিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছিল সাব্বির রহমানের। ব্যাট হাতে শুরু থেকেই চার-ছক্কার মারার সামর্থ্যের কারণেই অল্পতেই জনপ্রিয়তা পেয়েছিলেন এ ক্রিকেটার। তবে মাঠের বাইরের বিতর্ক আর বাজে ফর্মে বছর কয়েক পরেই জাতীয় দল বাদ পড়েন সাব্বির।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১টি টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন এ হার্ডহিটার। সবশেষ ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা মিলেনি তার। তবে জাতীয় দলে নতুন করে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাব্বির।
সম্প্রতি শ্রীলঙ্কায় বাংলা টাইগার্সের হয়ে শিরোপা জেতা এ ক্রিকেটার গতকাল (২৫ ডিসেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন। তাতে উঠে এসেছে জাতীয় দলে ফেরার প্রসঙ্গ।
সংবাদমাধ্যমে সাব্বির বলেন, ‘জাতীয় দলের জন্য তৈরি হচ্ছি। বয়স তো এখনও বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই মাঠে আসছি, অনুশীলন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কামব্যাক করার জন্য।’
তিনি বলেন, ‘বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান। যদি মিরপুরে বলেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের বাইরে থাকবে, তারা সেখানে ব্যবহার করতে পারবে। মেশিন বা স্ল্যাব ব্যবহার করতে পারবে।’
অনুশীলনের জন্য ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করছেন এ ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। আমার মনে হয়েছে, এই পরিকল্পনাটা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধাগুলো কাজে লাগিয়ে কামব্যাক করতে পারে। আমি মিরপুরে আসতে পারি না, কারণ এখানে অনেক বুকিং থাকে। এক ঘন্টা বা আধঘন্টা অনুশীলন করে মজা পাওয়া যায় না। আমি সারা দিন অনুশীলন করতে চাই। এখানে সারাদিনের অনুশীলন হবে না। তাই আমি নিজের শহরে এই সেট-আপ করি। সারাদিন সেখানে অনুশীলন করি। আমি এটা করি নিজের মতো করে ফেলি। তো এই সেট-আপ যেন সব বিভাগেই হয়।’
গত বিপিএলে দল পাননি জাতীয় দলের তিন ফরম্যাটে খেলা সাব্বির রহমান। তবে আগামী বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন এ ক্রিকেটার। ক’দিন আগেই লঙ্কা টি-টেন লিগে খেলে এসেছেন সাব্বির। দুয়েকটি ম্যাচে পারফর্মও করেছেন। ওই টুর্নামেন্ট থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই আসন্ন বিপিএলের দিকে তাকিয়ে আছেন সাব্বির।
সাব্বির বলেন, ‘টি-টেন লিগের খেলাটা বিপিএলে অনেক বড় কাজে দেবে। সেখানে যে দায়িত্বে খেলেছি, এখানে ৫-৬ নম্বরে হয়তো খেলবো, অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য। আত্মবিশ্বাসটাও ভালো হবে ইনশাআল্লাহ।’
এমআই