
নাঈম-হৃদয়দের হেনস্তা করা দর্শকদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
খেলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১৪:৫৫
আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফেরার পর অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে পৌঁছেই একদল দর্শকের তোপের মুখে পড়েন নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদসহ আরও কয়েকজন। এসব দর্শকদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর দারস্থ হয়েছে বিসিবি।
ভিডিওতে দেখা যায়, নাঈমের গাড়ির সামনে এসে একদল লোক 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করছেন, পাশাপাশি গালিগালাজও করা হয় তাদের উদ্দেশে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সৃষ্টি করে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
ইতোমধ্যেই হেনস্তাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্লিপ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আরও একটি পোস্টে দেখা গেছে—যেখানে এক ব্যক্তি ভবিষ্যতে বাংলাদেশের খেলা দেখতে যাওয়া দর্শকদের বাধা দেওয়ার হুমকি দিয়েছেন। এই পোস্টও নজরে এসেছে কর্তৃপক্ষের। সেই ব্যক্তিকে খুঁজে বের করতেও তৎপরতা চালানো হচ্ছে।
বাংলাদেশ ওয়ানডে দলের পারফরম্যান্স নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক হতাশা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকে সমালোচনার তীব্রতা বেড়ে গেছে। তবে কোনোভাবেই ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে হেনস্তা করাকে সমর্থন করছে না কেউই।
বিসিবির এক অংশের দাবি, এসব ঘটনার পেছনে কোনো একটি রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে। দ্রুত সময়ের মধ্যেই দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, দর্শকদের এমন আচরণে ফেসবুকে নাঈম লিখেছেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা (প্রকাশ করা হয়েছে), গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
তবে নাইমের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে করা এই পোস্ট নিয়ে সমালোচনা করেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।
এমআই