Advertisement
Us Bangla Airlines
নাঈম শেখের ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন সিমন্স

নাঈম শেখের ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন সিমন্স

খেলা ডেস্ক

১৭ অক্টোবর ২০২৫, ১৬:১৫

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর দেশে ফিরেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। বিমানবন্দরে নাঈম শেখ, মিরাজসহ অনেককেই শুনতে হয়েছে দুয়ো, কেউ কেউ আবার বর্ণবাদী মন্তব্যের শিকারও হয়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দেন নাঈম শেখ। আর সেই প্রসঙ্গে আজ মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগের দিন শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের প্রতিক্রিয়া এবং তাদের ব্যবহারের বিষয়টি উঠে আসে আলোচনায়।

সিমন্স স্পষ্ট করে বলেন, ‘প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদম মনে করি না। একজন ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমার মনে হয়, আমাদের খেলোয়াড়দের এসবের জবাব না দেওয়াই উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া জানাক। কারণ এসবের মধ্যে গা ভাসালে নিজের মনোযোগ খেলার দিক থেকে সরে যেতে পারে। আমাদের এখন দরকার মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়া।’

এর আগে, নাঈম শেখ নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমরা যারা মাঠে নামি, শুধু খেলি না, দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। জয়-পরাজয় খেলাধুলার অংশ। কিন্তু গাড়িতে আক্রমণ, ঘৃণার ভাষা—এসব কষ্ট দেয়। ভালোবাসা চাই, ঘৃণা নয়। আমরা সবাই একই পতাকার সন্তান।’

এমআই