Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশসহ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ২০ দল

বাংলাদেশসহ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ২০ দল

খেলা ডেস্ক

১৭ অক্টোবর ২০২৫, ১৪:০৭

চূড়ান্ত হয়েছে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দল। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে এই মেগা আসর। সর্বশেষ দল হিসেবে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি।

জাপান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১১৬ রান। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ওয়াতারি মিয়াউচি করেন সর্বোচ্চ ৪৫ রান। জবাবে লক্ষ্য তাড়ায় আলিশান শারাফু ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে সহজ জয় পায় আমিরাত। শারাফু অপরাজিত থাকেন ৪৬ রানে, ওয়াসিম যোগ করেন ৪২ রান।

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তিনটি দল পাচ্ছে মূলপর্বে খেলার সুযোগ। এর মধ্যে এর আগেই নিশ্চিত করেছিল ওমান ও নেপাল। ফলে শেষ একটি জায়গার জন্য লড়াই হচ্ছিল আমিরাত ও জাপানের মধ্যে। জাপান হেরে যাওয়ায় তাদের স্বপ্ন শেষ হয়ে যায়, আর আমিরাত হয়ে ওঠে বিশ্বকাপের ২০তম দল।

২০ দলের এই আসরে স্বাগতিক হিসেবে সরাসরি অংশ নিচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স অনুযায়ী আগেই জায়গা নিশ্চিত করে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাকি আটটি দল এসেছে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে। আফ্রিকা অঞ্চল থেকে এসেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে, আমেরিকা অঞ্চল থেকে কানাডা। ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার জায়গা করে নিয়েছে ইতালি, তাদের সঙ্গে আছে নেদারল্যান্ডস। আর এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এসেছে ওমান, নেপাল এবং সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত।

সবমিলিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের জমজমাট একটি আসর। যেখানে বিশ্বসেরা দলগুলোর সঙ্গে খেলবে বাংলাদেশও।

এমআই