Advertisement
Us Bangla Airlines
দর্শকখরা কাটাতে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে বিসিবি!

দর্শকখরা কাটাতে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে বিসিবি!

খেলা ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ২১:১৫

মাঠের পারফর‌ম্যান্সটা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে হয়েছিল ধবলধোলাই। এরপর আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, চ্যাম্পিয়নস ট্রফি খেললেও আশানুরূপ ফলাফল করতে পারেনি নাজুমল শান্তের দল।

চলমান জিম্বাবুয়ে সিরিজ নিয়েও তাই দর্শকদের আশা-আকাঙক্ষা নেই। এরমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টেস্ট হেরে বসেছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে চট্টগ্রামের গ্যালারিতে। পুরো স্টেডিয়াম জুড়ে দর্শক সংখ্যা ছিল হাতে গোনার মতো।

আউট না হয়েও কেন মাঠ ছাড়লেন জিম্বাবুয়ান ব্যাটার

এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে দর্শকখরা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের আওতায় স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবে। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানায় বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরু করে স্কুল শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করা বিনামূল্যে হবে।’ 

‘জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার কিছুটা কষ্টদায়ক’

এজন্য ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হয়েছে সহজ শর্ত। বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের জন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরতে হবে এবং একটি বৈধ স্কুল আইডি বহন করতে হবে। অন্যথায় বিনামূল্যে প্রবেশের সুযোগ হারাবে তারা।

এর আগে দর্শক টানতে সর্বনিম্ন টিকিট মূল্য ৫০ টাকা করেও লাভ হয়নি। সিলেটে নামমাত্র কয়েকজন দর্শকের দেখা মিলেছে। চট্টগ্রামে ম্যাচের আগের দিন বিক্রি হয়েছে মোটে ৮টি টিকিট। ফলে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ গ্যালারি ভরাতে চায় বিসিবি।

এমআই