
সেরা দশে মেহেদি, তাসকিন-রিশাদের উন্নতি
খেলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১
ক্যারিবিয়ানদের সাথে ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে ঝলক দেখিয়েছে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে বিশ ওভারের ক্রিকেটে স্বাগতিকদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। দলের এমন সাফল্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা অবস্থানে উঠে এসেছেন টাইগারদের দুই পেসার এবং দুই স্পিনার।
টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা নিয়েছেন শেখ মেহেদি হাসান। ১৩ ধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বর অবস্থানে করছেন এই ডানহাতি অফ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন। যা তাঁর ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ উইকেট পেয়েছেন শেখ মেহেদি। শেষ ম্যাচেও পেয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট পেয়েছিলেন এই স্পিনার। তাতে সিরিজ সেরার পুরস্কারও উঠেছিল তার হাতে। এবার আইসিসি থেকে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন শেখ মেহেদি।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সিরিজে অসাধারণ ছিলেন বাংলাদেশি পেসাররাও। ফাস্ট বোলিং ইউনিটের নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারও ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন। ৭ ধাপ এগিয়ে ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি পেসার।
মেহেদি-তাসকিন ছাড়াও সেরা বিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরও এক বোলার। ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের এটিই ক্যারিয়ার সেরা অবস্থান। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। তিনিও টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা অবস্থানে আসীন হয়েছেন।
এমআই