
লঙ্কা টি-টেনে ডাক পেলেন সাব্বির রহমান
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ২০:২১
লঙ্কান টি-টেন সুপার লিগে ডাক পেয়েছেন সাব্বির রহমান। হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বির নিজেই লঙ্কান সুপার লিগে খেলার কথা জানিয়েছেন। আগামীকাল বুধবার প্রথমবারের মতো শ্রীলঙ্কায় এ আসর শুরু হবে।
হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল সৌম্য সরকারের। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের ব্যস্ততায় এ ক্রিকেটারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি। ফলে সৌম্যর পরিবর্তে আরেক টাইগার ক্রিকেটার সাব্বির রহমানকে দলে নিয়েছে তারা।
লঙ্কা টি-টেনে এ নিয়ে চার বাংলাদেশি ক্রিকেটার ডাক পেয়েছেন। এর আগে সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল মারভেলস। এছাড়া সম্প্রতি রনি তালুকদারকে দলে নিয়েছে কলম্বো জাগুয়ার্স।
টি-টোয়েন্টি জাতীয় দলের জার্সি গায়ে ৪৭ ইনিংসে ২৩.২৬ গড়ে ৯৭৭ রান করেছেন সাব্বির রহমান। জাতীয় দলে খেলেছেন এমন ম্যাচে সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৪ শতাংশ রান। এছাড়া বিপিএলে ৯৬ ইনিংস ব্যাট করে ১৭৪০ রান করেছেন তিনি।
হাম্বানটোটা বাংলা টাইগার্সের স্কোয়াড
সাব্বির রহমান, দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, দুশমন্থ চামিরা, কুশল পেরেরা, রিচার্ড গ্লিসন, হযরতউল্লাহ জাজাই, থারিন্দু রত্নায়েকে, ইসুরু উদানা, মোহাম্মদ শাহজাদ, করিম জানাত, ধনঞ্জয়া লক্ষণ, নিশান পেইরিস, শেভন ড্যানিয়েল, ব্রায়ান বেনেট, সাহান আরাচ্চিগে, বিজয়কান্ত বিশ্বকান্ত ও চামাথ গোমেজ।
এমআই