
পিএসএলের ড্রাফটে ছয় বছর পর মোস্তাফিজ
খেলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ২১:১৫
আইপিএলে বেশ কয়েক বছর ধরে পরিচিত মুখ মোস্তাফিজুর রহমান। প্রতি বছর দলের পরিবর্তন আসলেও কোনো না কোন দলে খেলেছেন কাটার মাস্টার। সবশেষ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ১৪ উইকেট তুলেছিলেন এ বাঁহাতি। তবুও ফিজকে ছেড়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ফলে এবারও আইপিএলের ড্রাফটে নাম লিখিয়েছিলেন মোস্তাফিজ।
আইপিএলের গত আসর এবং সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় আইপিএলে এবার মোস্তাফিজের ডাক পাওয়াটা অনুমেয় ছিল। কিন্তু ড্রাফটে তার নাম উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে দীর্ঘ সময় পর আইপিএল ছাড়াই কাটবে মোস্তাফিজের ২০২৫ সাল।
Bangladesh’s pace sensation Mustafizur Rahman has signed up for the HBL PSL Draft! #HBLPSLDraft
Posted by Pakistan Super League on Tuesday, December 24, 2024
এদিকে আইপিএলে দল না পাওয়ায় অবসর সময়কে কাজে লাগাতে চান টাইগার ফাস্ট বোলার। ভারতের প্রিমিয়ার লিগের সময় অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রায় ছয় বছর পর পিএসএল ড্রাফটে নাম দিলেন তিনি। ড্রাফটে এ বাঁহাতির নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় বেলা ১টায় এই বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করেছে পিএসএল। ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ ক্যাপশনের মাঝে বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছে। শেষে দিয়েছে আগুনের গোলা।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। তবে দশম আসর (২০২৫ পিএসএল) সে সময় হওয়ার সুযোগ যে নেই। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি। এবার পিএসএল তাই হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের সময়ে। যেখানে ২০২৫ আইপিএল ১৪ মার্চ থেকে চলবে ২৫ মে পর্যন্ত। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে ঝুঁকছেন। মুস্তাফিজও তাদেরই একজন।
এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে পাঁচটি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তাতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি ৪ উইকেট নিয়েছেন টাইগারদের পেস সেনসেশন।
এমআই