Advertisement
Us Bangla Airlines
ধোনির বাড়িতে তল্লাশি, নেপথ্যে কারণ কী?

ধোনির বাড়িতে তল্লাশি, নেপথ্যে কারণ কী?

খেলা ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৪, ০০:২১

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও নেতৃত্বের স্মরণীয় ছাপ রেখেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। ৪৪ বয়সে পা রাখা এ ক্রিকেটারের নামে এখনো আলোড়ন জাগে চিপকের গ্যালারিতে। শুধু চেন্নাইতেই নয়, পুরো ভারত জুড়ে সুযোগ পেলে এখনো রব তুলেন ধোনি ভক্তরা। 

আইসিসি টুর্নামেন্টের তিন এবং আইপিএলে ৫ শিরোপা জেতা এ তারকার বাড়ি নিয়ে এবার প্রশ্ন উঠেছে। রাঁচিতে বিশাল ফার্ম হাউস রয়েছে মহেন্দ্র সিং ধোনির। সেখানেই থাকেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার। এর আগে অবশ্য হার্মুর রোডে একটি বাড়িতে থাকতেন তিনি। রাজ্য হাউজিং বোর্ডের নজরে ধোনির সেই বাড়ির দিকে। অভিযোগ উঠেছে, মাহি সেই বাড়িকে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন। যা হাউজিং বোর্ডের নিয়মবিরুদ্ধ কাজ।

ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ডের অভিযোগ, মহেন্দ্র সিং ধোনির পুরনো বাড়িটি আবাসিক সম্পত্তি। ফলে কোনো আবাসিক ভবনকে ব্যবসায়িক কারণে ব্যবহার করলে তা নিয়ম লঙ্ঘনের শামিল। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধোনি নিজের সেই পুরনো বাড়িতে একটি ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন। এ কারণেই প্রশ্নের মুখে পড়েছেন ধোনি। ফলে তাঁর বাড়ি তল্লাশি করতে পারেন হাউজিং বোর্ডের কর্তারা। সেই ডায়াগনস্টিক সেন্টার কী উদ্দেশ্যে বানানো, সেটাকে ব্যবসায়িক কাজে ব্য়বহার করা হচ্ছে কি না, আবাসিক প্লটের নিয়ম ভঙ্গ হচ্ছে কি না- সব কিছু তদন্ত করে দেখবে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, হার্মুর রোডের সেই বাড়িতে ধোনি চিকিৎসাকেন্দ্র খুলেছেন। তবে ধোনিকে এ বিশাল জমি দিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও সেই জমিতে বানানো বাড়িতে আর থাকেন না মাহি। পুরোটাই বিশেষ কাজে ব্যবহার করছেন। তবে সেটা ব্যবসায়িক স্বার্থে কি না, সেটা নিয়েই প্রশ্ন তুলেছে হাউজিং বোর্ড।

এমআই