
বিপিএলে সাইম আইয়ুবের খেলা নিয়ে ধোঁয়াশা
খেলা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসে নাম লিখিয়েছেন পাকিস্তান ক্রিকেটের নতুন বিজ্ঞাপন সাইম আইয়ুব। সম্প্রতি ব্যাট হাতে বেশ দারুণ সময় কাটাচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ওপেনার। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ারও অন্যতম নায়ক তরুণ এই ওপেনার।
ওয়ানডে সিরিজে ঝলক দেখানো সাইম আইয়ুব এবার ডাক পেয়েছেন টেস্ট সিরিজে। ওপেনার আবদুল্লাহ শফিকের ব্যর্থতায় বক্সিং ডে টেস্টে ব্যাটও করেছেন এ ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে আউট হলেও পরবর্তী সিরিজেও এ ব্যাটারকে পরখ করতে চাইবে পাকিস্তান। সেটাই ঢাকা ক্যাপিটালসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রোটিয়াদের সাথে পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ হবে আগামী ৭ জানুয়ারি। এরপর ১০ দিন বিরতি দিয়ে আগামী ১৭ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ক্যারিবিয়ান সিরিজের পরপরই নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলবে রিজওয়ানের দল।
ব্যস্ততায় ঠাসা পাকিস্তানের আন্তর্জাতিক সূচির মাঝে সাইম আইয়ুবকে বিপিএলে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি। তবে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ এখনই আশা ছাড়ছে না।
দলটির এক কর্মকর্তা বলেছেন, '৭ তারিখ পর্যন্ত খেলা আছে ওর (সাইম আইয়ুব), এরপর ১৫ তারিখে আবার ম্যাচ আছে। মাঝের সময়ে যদি সুযোগ হয় তাহলে দুটি ম্যাচ খেলতে পারে। আলোচনা চলছে।'
এমআই