
বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা বললেন সুজন
খেলা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে দেশে আসতে চাইলেও শেষ পর্যন্ত ঢাকার মাটিতে পা রাখতে পারেননি তিনি। তাতেই কাছাকাছি সময়ে সাকিবের দেশে না ফেরার ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে।
সম্প্রতি শেষ হওয়া ক্যারিবিয়ান সফরেও সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সাথে কোনো একাদশে ছিলেন না এ বাঁহাতি অলরাউন্ডার। সবমিলিয়ে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) যে সাকিব খেলতে পারছেন না এটা একপ্রকার নিশ্চিত।
সাকিবের বিপিএল খেলতে না পারা নিয়ে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের খারাপ লাগার কথাই জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।
সুজন বলছিলেন, 'সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা....সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।'
'ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে...। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।'
উল্লেখ্য, বিপিএল ড্রাফটের আগে এবার সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল চিটাগাং কিংস। কিন্তু সাকিবের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছে বন্দরনগরীর দলটি।
এমআই