Advertisement
Us Bangla Airlines
বক্সিং ডে টেস্টে অভিষেক, রেকর্ড গড়লেন বেন কারেন

বক্সিং ডে টেস্টে অভিষেক, রেকর্ড গড়লেন বেন কারেন

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৮

ইংল্যান্ডের হয়ে খেলা টম কারেন ও স্যাম কারেনকে অনেকেই চিনেন। ক্রিকেটপাড়ায় নিয়মিত আনাগোনা থাকলে বেন কারেনকেও এতদিনে চেনার কথা। জিম্বাবুয়ে জাতীয় দলের রঙিন জার্সিতে সম্প্রতি অভিষেক হওয়া বেন কারেন টম ও স্যামের আপন ভাই। সহোদররা ইংলিশদের হয়ে খেললেও বেন কারেন হেঁটেছেন বাবার পথে। জিম্বাবুয়ের জার্সিতে ১১টি ওয়ানডে খেলেছেন টম-স্যামদের বাবা কেভিন কারেন।

ইংল্যান্ডের ঘরোয়া লিগ থেকে ক্রিকেটের হাতেখড়ি পাওয়া বেন কারেনের অভিষেক হয় গত ১৭ ডিসেম্বর। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে খুব একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি এ বাঁহাতি। তিন ম্যাচে ৯ গড়ে করেছেন মাত্র ২৭ রান। প্রথম ম্যাচে করা ১৫ রান তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ।

ওয়ানডে সিরিজে খুব একটা ভালো না করলেও টেস্ট ক্রিকেটে ডাক পান বেন কারেন। আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে অভিষেক হয় তার। দলের হয়ে ওপেনিং করতে নেমে ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার। ব্যাট হাতে ১১টি বাউন্ডারি হাঁকানো এ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ৯১.৮৯।

জিম্বাবুয়ের হয়ে অভিষেক ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন ১২ জন ব্যাটার। এদের মধ্যে ডেব্যু ম্যাচে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বেন কারেন। তাতেই গড়েছেন রেকর্ড। তবে অভিষেক হওয়া ম্যাচে সবচেয়ে বেশি রান করার তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছেন বেন কারেন। এ তালিকার শীর্ষে আছেন ডেভিড লড হাউটন। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই ১২১ রান করেন তিনি। 

এমআই