Advertisement
Us Bangla Airlines
চিটাগাং কিংসের জার্সিতে ছাত্র-জনতার বীরত্বের আন্দোলন

চিটাগাং কিংসের জার্সিতে ছাত্র-জনতার বীরত্বের আন্দোলন

খেলা ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। যার হাওয়া লেগেছে বিপিএলেও। তারুণ্যের উৎসবে রূপ নিয়েছে আগামী বছরের বিপিএল। প্রথমবারের মতো উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির থিম সং-এ জায়গা পেয়েছে জুলাই-আগস্টের অভ্যুত্থান। এমনকি বিপিএলের লোগো এবং উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল ছাত্র-জনতার বিজয়গাঁথা এ আন্দোলন।

বিসিবির দেখানো পথে এবার হাঁটছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। নতুন বিজয়ের স্মৃতিকে ধারণ করেই আগামী বিপিএলের জার্সির নকশা করেছে চিটাগাং কিংস। মালিকানা পরিবর্তন হওয়া চিটাগং এর জার্সিতে এবার দেখা যাবে বীর চট্টলার গ্রাফিতি। দেশের গণ অভ্যুত্থানের মাঝে চট্টগ্রামে জমায়েত হওয়া ছাত্র-জনতার এ ছবি বেশ আলো কেড়েছিল।

বুধবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিটাগাং কিংসের পেজ থেকে জার্সির ছবি শেয়ার করে তা নিশ্চিত করা হয়েছে। 

এতে লেখা হয়েছে, '৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম- হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের।  নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগাং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যূদয়ের গল্প বলবে এই জার্সি।'

বিপিএলে চিটাগাং কিংসের কোচের দায়িত্বে আছেন শন টেইট। এই সাবেক অজি স্পিডস্টার এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। শিরোপাকে পাখির চোখ করে এবার দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।  শামিম পাটোয়ারি, শরিফুল ইসলাম পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলামরা চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাবেন। মঈন আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো বিদেশি খেলোয়াড়কেও দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এমআই