Advertisement
Us Bangla Airlines
বিপিএলে দর্শকদের জন্য যেসব নতুন আয়োজন বিসিবির

বিপিএলে দর্শকদের জন্য যেসব নতুন আয়োজন বিসিবির

খেলা ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯

দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদেও এসেছে রদবদল। গত কয়েক বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচালনা বোর্ডের দায়িত্ব পালন করা বিসিবির কোনো সদস্যই এবার নেই। আগামী আসরের পুরো দায়িত্বটাই সামলাতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

নতুন আসনে বসা ফারুক আহমেদ বিপিএলেও আনতে চলেছেন নতুনত্ব। সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনকে স্মরণ করে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবারের বিপিএল।

গতকাল (রোববার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো বিপিএলের মাসকট উদ্বোধন করা হয়। 'ডানা ৩৬' নামের এ মাসকটটি গণ মানুষের সংগ্রামের আদলে ডিজাইন করা হয়েছে। যার মাধ্যমে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার বিষয়টি ফুটে উঠেছে। 

‘ডানা ৩৬’ এর গড়ন, রং ও অঙ্গভঙ্গি স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরে। ‘ডানা’ এখানে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। এর দুই পাশে থাকা ১৮টি করে ৩৬টি রঙিন পালক ‘৩৬ জুলাই’ ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরতে।

ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধকেও বিশেষভাবে স্মরণ করবে বিসিবি। মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা। এতদিন স্টেডিয়ামে চড়া মূল্যে পানি বিক্রি করা হতো। যা নিয়ে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া ছিল।

এছাড়া গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। খেলার টাইম আউটের সময় জিরো ওয়েস্ট পার্সনের ইন্টারভিউ নেওয়া হবে। একইসঙ্গে তাকে পুরস্কার প্রদান করা হবে। বিপিএলের মাঠে প্লাস্টিক ব্যবহারও নিষিদ্ধ করতে যাচ্ছে বিসিবি। পাশাপাশি জার্সিতে রিসাইক্লিং ফেব্রিক্স ব্যবহার করা হবে।

বিপিএলের টিকিট নিয়ে দীর্ঘদিন ধরে কালোবাজারির অভিযোগ জানিয়ে আসছিলেন দর্শকরা। এবার টিকিট ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। দর্শকদের সুবিধার কথা বিবেচনায় এবারের অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করা হবে। তাতে ঘরে বসেই সহজে টিকিট কাটতে পারবেন দর্শকেরা।

বিপিএলের শুরুর আসরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান করা হলেও গত কয়েক আসরে তা হয়েছে পায়রা উড়িয়ে। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিসিবি। শুধু ঢাকা নয়, বিপিএলের তিন ভেন্যুতে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। যা বিপিএলের ইতিহাসে প্রথম। দশর্কদের চাহিদা বিবেচনায় উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে আনা হবে বিশ্বের জনপ্রিয় নানান তারকাদের। এছাড়া গতকাল প্রথমবারের মতো বিপিএলের থিম সং উদ্বোধন করা হয়। 

নতুনত্বের নানান আয়োজনে দর্শকদের অবশ্য চোখ থাকবে মাঠের খেলায়। ভালো পিচে দলগুলোর মাঝে প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখতেই মুখিয়ে থাকবে দর্শকেরা। এবার ব্যাটে-বলে ক্রিকেটাররা যদি দারুণ প্রতিযোগিতা উপহার দেয়, তবেই আয়োজনের ষোলকলা পূর্ণ হবে বিসিবির।

এমআই